"মোবাইলকে মুঠোফোন বলার চেয়ে মোবাইল বলাই কি ভাল নয়?" মাসনুন ভাই। ছোট মানুষ তাই বেশী কথা বলবো না। বেপারটা হল ব্যবহারের ক্ষেত্রে। তবে স্বীকার করি সব শব্দ শাব্দিক অর্থ ব্যবহার কালে আবার ভালো লাগে না। যেমন "পায়খানা" বললে গন্ধ আসে কিন্তু "টয়লেটে" গন্ধ নাই। তবে আমাদের মত করে একটি শব্দ বানিয়ে নিয়ে ব্যবহার শুরু করলে তাই আমাদের জন্য স্বাভাবিক হয়ে যাবে। ব্যপারটা হল আন্তরিকতা।
এই আন্তরিকতা আমি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের মাঝেও পাইনি। ২২ অক্টোবর, ২০১১ ১২:৩০ am এ তে, maSnun <mas...@gmail.com> লিখেছে: > সগীর ভাই, > মোবাইলকে মুঠোফোন বলার চেয়ে মোবাইল বলাই কি ভাল নয়? সব কিছুর বাংলা করতে গেলে > গুগল ট্রান্সলেটের মত অবস্থা হতে পারে । এটা আমার নিজস্ব মত । > > -- মাসনুন > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- ধন্যবাদ সগীর হোসাইন খান _______________________________________________________________ ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽ _______________________________________________________________ -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd