অভ্রনীল'দা কে ধন্যবাদ। দুটো পোষ্টারই চমৎকার হয়েছে। তবে দ্বিতীয়টা বেশ ভালো
লাগছে দেখতে।

আমার সবচাইতে বাজে অভ্যাস গুলোর একটা হলো কোন নান্দনিক কাজের
খুঁত/ত্রুটি/বিচ্যুতিটুকু সবার আগে নজরে পড়ে। তো সেই বদভ্যাসের প্রতিফলনে আপনার
কাজের ভেতরেও ছোট্ট কিছু কিছু সংশোধনী/মানোন্নয়নের প্রয়াস পাচ্ছি।

*৭২২ নম্বরটিতে --*
১। "বিনামূল্যের হাজার হাজার সফটওয়্যার" লাইনটির, মূল অর্থবোধ করি "হাজারেরও
অধিক মুক্ত সফটওয়্যার" কেই প্রকাশ করছে। (মুক্ত সফটওয়্যারের দর্শন থেকে বললাম।
free == freedom)
২। "উবুন্টু দ্রুতগতি সম্পন্ন" এর স্থলে "উবুন্টু দ্রতগতিসম্পন্ন" হয়ে রয়েছে।
৩। "ভার্সন == সংস্করন" লেখা যায় কি না একটু বিবেচনা করুন।
৪। "স্ট্যাবল == সুস্থিত/নির্ভরযোগ্য" লেখা যায় কি না একটু বিবেচনা করুন।

*৭২৩ নম্বরটিতে --*
১। "স্ট্যাবল == সুস্থিত/নির্ভরযোগ্য" লেখা যায় কি না একটু বিবেচনা করুন।
২। "কাস্টমাইজেবল == পরিমার্জনযোগ্য / সংকলনযোগ্য" লেখা যায় কি না একটু বিবেচনা
করুন।

স্নাতক পর্যায়ে সাহিত্যে পড়াশোনা, মঞ্চে কাজ করা, আর প্রায় আট বছরের শিক্ষকতা
জীবন, যা এখনো আংশিক চলমান। আর সেজন্যেই বোধহয় এরকম কাটখোট্টা মন্তব্য হুটহাট
করে ফেলতে দ্বিধান্বিত হই না। অনুগ্রহ করে মনে কষ্ট নেবেন না এবং সম্ভব হলে
সংশোধনী করে দিন।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to