আমার হিসেবে উবুন্টু বিডি'র সাথে 'মৃত' শব্দটি ঠিক খাপ খায়না। ক'মাস আগে
উবুন্টু উইকিটাকে (https://wiki.ubuntu.com/BangladeshiTeam) ঠিকঠাক করা
হয়েছিল। মেইলিং লিস্টে হরদম মেইল আসছে যাচ্ছে। শুধুমাত্র ফোরামটাতে (
http://bd.ubuntuforums.org) সেভাবে কোন কার্যক্রম নেই (অবশ্য মেইলিং লিস্টে
সমস্যা-সমাধান বা অন্যান্য মেইল করাটাই মূলত ফোরামের নীরব থাকার প্রধান কারণ
বলে মনে করি)। লঞ্চপ্যাডে (https://launchpad.net/~ubuntu-bd) প্রতি মাসেই নতুন
কেউনা কেউ যুক্ত হচ্ছেন। এতকিছুর পর 'মৃত' বা 'মৃতপ্রায়' শব্দগুলো উবুন্টু
বিডির সাথে ঠিকমত খাপ খায়না, বড়জোর ' কিছুটা নীরব' বা 'কিছুটা নিশ্চুপ' শব্দটা
ব্যবহার করা যেতে পারে।

উবুন্টু বাংলাদেশের টিমের সাথে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, যারা আগে বিভিন্ন
অনুষ্ঠানে ছুটে ছুটে বেড়িয়েছেন, যারা উবুন্টুর জন্য খেটেছেন অকাতরে - তারা
সবাই-ই এই মুহুর্তে নিজ নিজ কর্মক্ষেত্রে বেশ ভালোই ব্যস্ত। আগের মত 'প্রচুর'
সময় তাঁদের হাতে নেই, ফলে দেখা যাচ্ছে যে অতি শখের উবুন্টুর জন্য কর্মক্ষেত্রের
বাইরে আলাদা করে সময় বের করাটা বেশ দুরূহ হয়ে পড়েছে। ফলে অফলাইন কর্মকান্ডে
কিছুটা ভাটা যাচ্ছে। কিন্তু অনলাইন কর্মকান্ড বরাবরই উবুন্টু বাংলাদেশের সকল
সদস্যের উপর নির্ভর করে, সেখানে কেবল মাত্র উবুন্টুবিডির অ্যাডমিনিস্ট্রিটিভ
বডির সেরকম কোন ভূমিকা নেই। সদস্য/ব্যবহারকারীরাই যদি সক্রিয় না হয় তবে
অনলাইনেও উবুন্টু'র প্রচার-প্রসার থমকে যাবে। যেমন - উবুন্টু বিডি ফোরামকে (
http://bd.ubuntuforums.org) আরো সক্রিয় করার জন্য সকল ব্যবহারকারীরই উপস্থিতি
ও সহায়তা দরকার। তাই উবুন্টু বিডি'র প্রচার ও প্রসারে সকল সদস্য/ব্যবহারকারীকেই
সচেষ্ট-সক্রিয় হতে হবে, যেটা বছর খানেক আগেও ছিল চোখে পড়ার মত।

বর্তমান লোকো টিমের কে কোন ভূমিকায় আছে তা পাওয়া যাবে এখানে
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/ContactUs

যারা উবুন্টু বিডির সদস্য হবার উপায় খুঁজছেন তারা দয়া করে নিচের লিংকটি একটু
দেখুন, ৪টা ধাপ পূরণ করে যে কেউই উবুন্টু বাংলাদেশের সদস্য হতে পারবেন-
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Membership

নিচের লিংকটি উবুন্টু বাংলাদেশের সদস্যদের নিজেদের প্রজেক্টগুলো ঠাঁই দেবার
জন্য বানানো হয়েছিল, যাতে করে উবুন্টু বাংলাদেশের সদস্য বা বাংলাদেশী উবুন্টু
ব্যবহারকারীরা সহজেই একটা কমনপেজে সকল সফটওয়্যার হাতের কাছে পায়। কিন্তু
ব্যস্ততার কারণে পেজটাকে আর উন্মুক্ত করা হয়নি।
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Projects
শ্রদ্ধেয় নাসিম ভাইকে তাঁর বানানো উবুন্টুর ছোটখাট সফটওয়্যারগুলো (ইন্টারনেট
ইউসেজ দেখা ইত্যাদি) এই লিংকে দেবার জন্য অনুরোধ করে একটা মেইল পাঠাবো পাঠাবো
করেও ব্যস্ততার পাঠানো হয়নি। কেউ যদি তাদের প্রজেক্ট উবুন্টু বাংলাদেশের সাথে
শেয়ার করতে চান, তবে ঐ পেজে নিবন্ধন করার আগে দয়া করে মেইলিং লিস্টে সে
সম্পর্কিত একটা মেইল দেবেন। পেজটাতে প্রজেক্টগুলে কিভাবে উপস্থাপিত হবে - সে
প্ল্যানটা আমার মাথাতে আছে কিন্তু কোথাও লেখা নেই, ফলে মেইলিং লিস্টে মেইল দিলে
মাথার পরিকল্পনাটা সবাই-ই জানতে পারবে।

উবুন্টু বিডি'র একটা লিংকডিন পেজ ও ফেসবুক পেজ আছে, যারা যারা যুক্ত হতে চান
দয়া করে যুক্ত হয়ে নিন
http://www.linkedin.com/e/-uhedx-gnzn05h2-2z/vgh/3922391/eml-grp-sub
http://www.facebook.com/group.php?gid=28261357216

উবুন্টু বিডি'র উইকির একটা অংশে উবুন্টু নিয়ে বাংলা ম্যানুয়াল লেখার ইচ্ছা ছিল,
যেটাতে প্রতিটি নতুন রিলিজ যুক্ত হতে থাকবে, অনেকটা
http://ubuntuguide.org/wiki/Ubuntu:Oneiric লিংকের মত। কিন্তু পরে আর লেখার
জন্য সময় করে হয়ে উঠা হয়নি। কেউ যদি আগ্রহী হন তবে দয়া করে মেইলিং লিস্টে মেইল
করুন - এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে।

যাই হোক... সবাইকে ধন্যবাদ।



-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] উব... maSnun
    • Re: [Ubun... Khandakar Mujahidul Islam
    • Re: [Ubun... Russell John
      • Re: [... Md Ashickur Rahman Noor
        • R... Russell John
          • ... Md Ashickur Rahman Noor
            • ... maSnun
            • ... Shabab Mustafa
              • ... maSnun
                • ... Md Ashickur Rahman Noor
                • ... M. Adnan Quaium
                • ... maSnun
                • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... maSnun
                • ... Shabab Mustafa
                • ... Md Ashickur Rahman Noor
                • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... maSnun
                • ... Shabab Mustafa
                • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... Md Ashickur Rahman Noor

Reply via email to