Awesome guide Adnan vai :) 2011/10/19 M. Adnan Quaium <adnan.qua...@ubuntu-bd.org>
> আমার হিসেবে উবুন্টু বিডি'র সাথে 'মৃত' শব্দটি ঠিক খাপ খায়না। ক'মাস আগে > উবুন্টু উইকিটাকে (https://wiki.ubuntu.com/BangladeshiTeam) ঠিকঠাক করা > হয়েছিল। মেইলিং লিস্টে হরদম মেইল আসছে যাচ্ছে। শুধুমাত্র ফোরামটাতে ( > http://bd.ubuntuforums.org) সেভাবে কোন কার্যক্রম নেই (অবশ্য মেইলিং লিস্টে > সমস্যা-সমাধান বা অন্যান্য মেইল করাটাই মূলত ফোরামের নীরব থাকার প্রধান কারণ > বলে মনে করি)। লঞ্চপ্যাডে (https://launchpad.net/~ubuntu-bd) প্রতি মাসেই > নতুন > কেউনা কেউ যুক্ত হচ্ছেন। এতকিছুর পর 'মৃত' বা 'মৃতপ্রায়' শব্দগুলো উবুন্টু > বিডির সাথে ঠিকমত খাপ খায়না, বড়জোর ' কিছুটা নীরব' বা 'কিছুটা নিশ্চুপ' শব্দটা > ব্যবহার করা যেতে পারে। > > উবুন্টু বাংলাদেশের টিমের সাথে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, যারা আগে বিভিন্ন > অনুষ্ঠানে ছুটে ছুটে বেড়িয়েছেন, যারা উবুন্টুর জন্য খেটেছেন অকাতরে - তারা > সবাই-ই এই মুহুর্তে নিজ নিজ কর্মক্ষেত্রে বেশ ভালোই ব্যস্ত। আগের মত 'প্রচুর' > সময় তাঁদের হাতে নেই, ফলে দেখা যাচ্ছে যে অতি শখের উবুন্টুর জন্য > কর্মক্ষেত্রের > বাইরে আলাদা করে সময় বের করাটা বেশ দুরূহ হয়ে পড়েছে। ফলে অফলাইন কর্মকান্ডে > কিছুটা ভাটা যাচ্ছে। কিন্তু অনলাইন কর্মকান্ড বরাবরই উবুন্টু বাংলাদেশের সকল > সদস্যের উপর নির্ভর করে, সেখানে কেবল মাত্র উবুন্টুবিডির অ্যাডমিনিস্ট্রিটিভ > বডির সেরকম কোন ভূমিকা নেই। সদস্য/ব্যবহারকারীরাই যদি সক্রিয় না হয় তবে > অনলাইনেও উবুন্টু'র প্রচার-প্রসার থমকে যাবে। যেমন - উবুন্টু বিডি ফোরামকে ( > http://bd.ubuntuforums.org) আরো সক্রিয় করার জন্য সকল ব্যবহারকারীরই > উপস্থিতি > ও সহায়তা দরকার। তাই উবুন্টু বিডি'র প্রচার ও প্রসারে সকল > সদস্য/ব্যবহারকারীকেই > সচেষ্ট-সক্রিয় হতে হবে, যেটা বছর খানেক আগেও ছিল চোখে পড়ার মত। > > বর্তমান লোকো টিমের কে কোন ভূমিকায় আছে তা পাওয়া যাবে এখানে > https://wiki.ubuntu.com/BangladeshiTeam/ContactUs > > যারা উবুন্টু বিডির সদস্য হবার উপায় খুঁজছেন তারা দয়া করে নিচের লিংকটি একটু > দেখুন, ৪টা ধাপ পূরণ করে যে কেউই উবুন্টু বাংলাদেশের সদস্য হতে পারবেন- > https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Membership > > নিচের লিংকটি উবুন্টু বাংলাদেশের সদস্যদের নিজেদের প্রজেক্টগুলো ঠাঁই দেবার > জন্য বানানো হয়েছিল, যাতে করে উবুন্টু বাংলাদেশের সদস্য বা বাংলাদেশী উবুন্টু > ব্যবহারকারীরা সহজেই একটা কমনপেজে সকল সফটওয়্যার হাতের কাছে পায়। কিন্তু > ব্যস্ততার কারণে পেজটাকে আর উন্মুক্ত করা হয়নি। > https://wiki.ubuntu.com/BangladeshiTeam/Projects > শ্রদ্ধেয় নাসিম ভাইকে তাঁর বানানো উবুন্টুর ছোটখাট সফটওয়্যারগুলো (ইন্টারনেট > ইউসেজ দেখা ইত্যাদি) এই লিংকে দেবার জন্য অনুরোধ করে একটা মেইল পাঠাবো পাঠাবো > করেও ব্যস্ততার পাঠানো হয়নি। কেউ যদি তাদের প্রজেক্ট উবুন্টু বাংলাদেশের সাথে > শেয়ার করতে চান, তবে ঐ পেজে নিবন্ধন করার আগে দয়া করে মেইলিং লিস্টে সে > সম্পর্কিত একটা মেইল দেবেন। পেজটাতে প্রজেক্টগুলে কিভাবে উপস্থাপিত হবে - সে > প্ল্যানটা আমার মাথাতে আছে কিন্তু কোথাও লেখা নেই, ফলে মেইলিং লিস্টে মেইল > দিলে > মাথার পরিকল্পনাটা সবাই-ই জানতে পারবে। > > উবুন্টু বিডি'র একটা লিংকডিন পেজ ও ফেসবুক পেজ আছে, যারা যারা যুক্ত হতে চান > দয়া করে যুক্ত হয়ে নিন > http://www.linkedin.com/e/-uhedx-gnzn05h2-2z/vgh/3922391/eml-grp-sub > http://www.facebook.com/group.php?gid=28261357216 > > উবুন্টু বিডি'র উইকির একটা অংশে উবুন্টু নিয়ে বাংলা ম্যানুয়াল লেখার ইচ্ছা > ছিল, > যেটাতে প্রতিটি নতুন রিলিজ যুক্ত হতে থাকবে, অনেকটা > http://ubuntuguide.org/wiki/Ubuntu:Oneiric লিংকের মত। কিন্তু পরে আর লেখার > জন্য সময় করে হয়ে উঠা হয়নি। কেউ যদি আগ্রহী হন তবে দয়া করে মেইলিং লিস্টে মেইল > করুন - এটা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। > > যাই হোক... সবাইকে ধন্যবাদ। > > > > -- > M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd