শাবাব ভাই, কিছুদিন আগে আশিকূন নূর ভাইয়ের সিগনেচারে দেখলাম ( https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-October/010132.html ) এই অংশটুকু - "সদস্য, উবুন্টু বাংলাদেশ লোকো টীম", পরবর্তীতে পিএইচপি এক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের পোস্ট দেখে লোকো টিমের খুটি নাটি জানতে ইচ্ছা হল ।
উবুন্টু বাংলাদেশ কি নতুন সদস্য নিচ্ছে বা নিবে? সদস্য হওয়ার জন্য কি কি করা লাগে? আশা করি জানাবেন । -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd