আজকে পিএইচপিএক্সপার্টস গ্রুপে নূর ভাইয়ের একটি পোস্ট ( http://twitpic.com/72aqiy ) দেখে হটাৎ জানতে ইচ্ছে করল উবুন্টুর বাংলাদেশের লোকো টীমের কি অবস্থা । আমার প্রশ্নটা আরেকটু পরিষ্কার করে দেই কয়েকটি ছোট প্রশ্ন আকারে:
-- বর্তমানে লোকো টীমে কারা আছেন? -- কে কোন ভূমিকায় আছেন? -- লোকো টীমের কাজ কি কি? -- বাংলাদেশে লোকো টীম কি মৃতপ্রায়? এটাকে কিভাবে বাচিয়ে তোলা যায়? -- লোকো টিমের সদস্য কারা হন? কিভাবে হন ? প্রশ্নগুলোর উত্তর কেউ জানালে খুশি হব । -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd