কিছুটা বিরক্ত হচ্ছি আবার হাসিও পাচ্ছে। 'মৃত'কে প্রশ্ন করলে সে আবার উত্তরও
দিচ্ছে... তামাশা আর কাকে বলে!

শুধু লম্বা লম্বা ব্যানারের সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে ছবি তুলে ইন্টারনেটে
পোস্ট করা আর পত্রিকার চিপায় চাপায় প্রেস রিলিজ ছাপিয়ে মহাত্ম বয়ান করার
প্রচলিত ধারণাকে যদি জীবিত থাকা বলে তাহলে সেই সংজ্ঞামতে 'dead' ঠিকই আছে। এবং
নিকট ভবিষ্যতে তথাকথিত 'জীবিত' হবার পরিকল্পনা নাই। যেহেতু টিমের বেশিরভাগ লোকই
এখন বেকার বসে নেই, সবাই-ই নিজ নিজ কর্মক্ষেত্রে যথেষ্ঠ ব্যস্ত, তাই মাঠে
ময়দানে অনুষ্ঠান হচ্ছে না। আর অতীতের অনুষ্ঠানগুলোর কারণে মানুষের প্রত্যাশাও
বেশি। অতএব, দায়সারা 'ফটো তোলা কর্মসূচী' মার্কা অনুষ্ঠান করে পঁচানি খাবার
পরিকল্পনা আপাতত নেই।

উবুন্টুর রিলিজ পার্টি যে কেউই পৃথিবীর যে কোন স্থানেই করতে পারে। উবুন্টুর
রিলিজ পার্টিতে স্থানীয় লোকোটিমকে থাকতেই হবে এমন রেগুলেশন কোথাও নাই। পার্টি
চাইলে যে কেউই তার বাড়ির সামনের চায়ের দোকানে বসেও করতে পারে। এবং পৃথিবীর অনেক
শহরেই এইরকম ৫/৭ জনের পার্টি মিটআপ কফি শপগুলোতে হয়ে থাকে।

উবুন্টু বিডি-র সকল শুভাকাঙ্খীদের জানাই ধন্যবাদ। আর সন্দেহজনকভাবে
অতিশুভাকাঙ্খীদের জানাই সর্তকতা।

সকলের মঙ্গল হোক।
---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] উব... maSnun
    • Re: [Ubun... Khandakar Mujahidul Islam
    • Re: [Ubun... Russell John
      • Re: [... Md Ashickur Rahman Noor
        • R... Russell John
          • ... Md Ashickur Rahman Noor
            • ... maSnun
            • ... Shabab Mustafa
              • ... maSnun
                • ... Md Ashickur Rahman Noor
                • ... M. Adnan Quaium
                • ... maSnun
                • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... maSnun
                • ... Shabab Mustafa
                • ... Md Ashickur Rahman Noor
                • ... সাজেদুর রহিম জোয়ারদার
                • ... maSnun

Reply via email to