@ সবাই

একটু এই লিংকটা দেখুন।
(
https://wiki.ubuntu.com/MarkShuttleworth#Is%20Ubuntu%20a%20Debian%20fork?%20Or%20spoon?%20What%20sort%20of%20silverware%20are%20you,%20man
?)

ঐ দিন আসলে তাড়াহুড়ো করে উত্তর দিতে গিয়ে অনেক বিষয় ঠিক করে লেখা হয়ে ওঠেনি।
লিনাক্স মিন্ট উবুন্টুর ফর্ক ঠিক আছে। যেমন উবুন্টু  ডেবিয়ানেরই ফর্ক। লিনাক্স
মিন্ট উবুন্টুর রিপো সরাসরি ব্যবহার করে না। উবুন্টুর প্রতিটি আপডেটই
কাস্টোমাইজ হয়ে তারপর লিনাক্স মিন্টে আসে। উবুন্টু যেমন ডেবিয়ানের উপর ভিত্তি
করে তৈরী বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে লিনাক্স মিন্টও উবুন্টুর উপর ভিত্তি
করে তৈরী বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

আর বর্তমানে লিনাক্স মিন্টের ডেবিয়ান রিলিজও রয়েছে। যেটি কিনা উবুন্টুর মতই
সরাসরি ডেবিয়ানের উপর ভিত্তি করে তৈরী এবং উবুন্টুর ন্যায় সরাসরি ডেবিয়ান
রিপোও ব্যবহার করে। তাই লিনাক্স মিন্টকে একদিকে যেমন উবুন্টুর ফর্ক বলা হচ্ছে
অপরদিকে তেমনি অপর দিকে উবুন্টুর ফর্ক নয় ও বলা যায়। এজন্য লিনাক্স মিন্ট
ডেবিয়ান এবং উবুন্টুর উপর ভিত্তি করে তৈরী বলাটাই ঝামেলামুক্ত।

আরও আছে, লিনাক্স মিন্ট টিম কিছু টুল এবং মাল্টিমিডিয়া কোডেক দিয়েই ক্ষান্ত
হয়নি, সিস্টেমের গভীরেও তারা আরো অনেক কিছু যোগ এবং বাদ দিয়েছে। না হলে
উবুন্টু যেখানে সিডি ভার্সনে গিম্প দিতে পারে না জায়গার অভাবে সেখানে লিনাক্স
মিন্টে ঠিকই গিম্প আছে + মাল্টিমিডিয়া কোডেকও। তাই লিনাক্স মিন্ট = উবুন্টু +
কোডেকসমূহ + কিছু প্রয়োজনীয় টুল দাবী করা একদমই উচিত নয়।

উবুন্টুর উপর ভিত্তি করে যতগুলো অপারেটিং সিস্টেম তৈরী হয়েছে তার মধ্যে
লিনাক্স মিন্টই সবচেয়ে বেশি ডেভেলপড ডিস্ট্রো। শুধু তাই নয় ডিস্ট্রো
ওয়াচের<http://en.wikipedia.org/wiki/Linux_Mint#Popularity>মতে লিনাক্স
মিন্ট হোম কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের ক্রমিক তালিকার
চতুর্থ স্থানে রয়েছে (উইন্ডোজ, ম্যাক ওএসএক্স, উবুন্টু, লিনাক্স মিন্ট)। আশা
করছি লিনাক্স মিন্টের ডেবিয়ান সংস্করণটি রোলিং থেকে খুবই ভাল একটি অবস্থানে
খুব দ্রুতই যেতে পারবে।

ধন্যবাদ সবাইকে

-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
        • ... Abir Sadik
        • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
          • ... Abir Sadik
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... Shabab Mustafa
          • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
            • ... Md. Enzam Hossain
            • ... Shabab Mustafa
            • ... Abir Sadik
            • ... M. Adnan Quaium
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
            • ... M. Adnan Quaium
            • ... Maya Max
            • ... Abir Sadik
            • ... mahdee.jameel
            • ... tanjir ~~
            • ... Sarim Khan
    • Re: [Ubu... M. Adnan Quaium
  • Re: [Ubuntu-B... SHAHAN

Reply via email to