ভাই শাবাব

তা ভাইজান, যদি ফর্ক না হয় তবে রিপোটা উবুন্টুর ব্যবহার করে কেন? রিলিজও
> উবুন্টুর সাথে মিলিয়েই বা হয় কেন? এবং সেই রিলিজের ৮০-৮৫% উবুন্টুর সাথেই বা
> মিল থাকে কেন? দুনিয়ার এত জায়গা থাকতে ক্যানোনিক্যালের লঞ্চপ্যাডেই বা কেন
> আস্তানা গাড়ল?
>
এই আস্তানা গাঁড়িটুকু লিনাক্সমিন্ট টিম সেধে করেনি। ক্যানোনিক্যালই
লিনাক্সমিন্ট টিমকে লঞ্চপ্যাডে আস্তানা গাঁড়ি করতে অনুরোধ জানিয়ে ছিলো।


> আর কোন ডিস্ট্রো পূর্ণাঙ্গ হলে যে অন্য কোনটার ফর্ক বা ডেরিভেটিভ হতে পারবে না
> সেটাও কোন কাজের কথা নয়। খোদ উবুন্টুই ডেবিয়ানের ডেরিভেটিভ।
>
Derivative  এবং Fork এর মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও দাদা। আর আমার ক্ষুদ্র
জ্ঞানে যা কুলায় তা হলো, উবুন্টু ডেবিয়ানের রিপো থাকা স্বত্ত্বেও নিজস্ব রিপো
ব্যবহার করে লিনাক্স মিন্টও তাই। এজন্যই এগুলো Derivative। আর কুবুন্টু,
জুবুন্টু ইত্যাদি উবুন্টুর রিপো সরাসরি ব্যবহার করে এবং এগুলোর নিজস্ব কোন
আলাদা রিপো নেই, এবং এগুলো উবুন্টুর বেজ সিস্টেমের উপর সরাসরি ডিই বা ডেক্সটপ
এনভায়রনমেন্ট দিয়ে বদল করা এবং ক্যানোনিক্যাল নিজে এদের সাপোর্ট গুলো দেয় তাই
এগুলো হলো Fork। ঠিক যে কারনে উবুন্টু আলাদা একটি ব্রান্ড সেই একই কারনে
লিনাক্সমিন্ট ও।

-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] U... Shoyeb Mahmood
    • Re: [Ubu... M. Adnan Quaium
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... Shabab Mustafa
          • ... Abir Sadik
            • ... Abir Sadik
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
              • ... Abir Sadik
          • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
            • ... Shabab Mustafa
              • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... Md. Enzam Hossain
                • ... Shabab Mustafa
                • ... Abir Sadik
                • ... M. Adnan Quaium
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... M. Adnan Quaium
                • ... Maya Max
                • ... Abir Sadik

Reply via email to