আসলে আমি যা বুঝতে পারছি রিংদা বিষয়টা এমন করে বুঝাতে চেয়েছেন যে কুবুন্টু যুবুন্টু লুবুন্টু যেভাবে উবুন্টু থেকে তৈরী মিন্ট সেভাবে উবুন্টু থেকে তৈরী নয়। অর্থাৎ কুবুন্টু যুবুন্টু লুবুন্টু ,এগুলো উবুন্টুর আপন ভাই হলেও মিন্ট হচ্ছে চাচাতো মামাতো ভাই যেখানে চাচা মামার গুনাগুন মিন্টের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ কুবুন্টু যুবুন্টু লুবুন্টু উৎপন্ন হয়েছে উবুন্টু থেকে কিন্তু মিন্টু উৎপন্ন হয়েছে মিন্টু ডেভেলপমেন্ট টিম + উবুন্টু কোডবেস + ডেবিয়ান কোডবেস থেকে।
কাজেই অন্যসব উবুন্টুর ফর্কের সাথে মিন্টকে একসারিতে লিখলে ঠিকভাবে প্রকাশ করা হয় না বা মিন্টের স্বকীয়তাকে প্রকাশ করা হয় না। এই বিষয়টিই রিংদা বুঝাতে চেয়েছেন মনে হয়। -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd