তারেক হাসান তোমাকে ধন্যবাদ তুমি ওটা ঠিকই ধরেছো। আমিই আসলে আড্ডায় ওই কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম। তবে পাসওয়ার্ড আর ইউজার নেমটা অটো তৈরী হয় না। ওটার জন্য একটা .conf ফাইলে লিখে দিতে হয়। আমি ওটা custom ডিফল্টেই রেখেছি।
@সবাই এখন থেকে কাস্টম ডিস্ট্রোর ইউজার নেম হিসেবে "custom" ব্যবহার করুন। পাসওয়ার্ড ফাঁকা থাকবে। আর যে কোন সমস্যায় আমাকে সহজেই মুঠোফোনে পাওয়া যায় কিন্তু আমি এখন পর্য্যন্ত কোন মুঠোফোন বার্তা কিংবা অন্য কিছুই জানতে পারলাম না আফসোস। @লেনিন ভাই + অন্য যাঁরা এ সংক্রান্ত যে কোন জটিলতা এড়াতে আমার মুঠোফোন নম্বরটিতে সবাইকে যোগাযোগ করতে বলুন। ধন্যবাদ রিং +8801671411437 -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd