ভাই প্রীতিময় দাস

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি রিং, এই ডিস্ট্রোটা সংকলিত করেছি। গতকাল ভোর
৬টায় আমি এই ডিভিডিগুলোকে ম্যানুফাকচার করি। তবে তখন পর্য্যন্ত ঘুনাক্ষরেও মনে
হয়নি যে, আপনার মতো যাঁরা ব্লুটুথ ডিভাইস ব্যবহারকারী আছেন তাঁরা ইন্টারনেট
কানেকশান করতে গিয়ে বিপদে পড়তে পারেন। তাহলে ব্লুম্যান টাকে যোগ করেই আইএসওটা
বানাতাম।

আমি আসলে এই দরিদ্র দেশের চিপায় চাপায় থাকা হতদরিদ্র বুন্টু আর মিন্টুদের
লক্ষ্য করে এই আইএসওটাকে বানিয়েছি। যাঁরা কিনা কোনমতে একটা পিসি আর আমার সংকলিত
এই ডিভিডিগুলো কে ব্যবহার করে কোনরকম ইন্টারনেট ডাউনলোডের ঝামেলা এড়িয়ে নিজেদের
কাজ চালিয়ে নিতে পারেন। তদুপরি যদিও বা তারা এই বাংলায়, কোনমতে, জিপি মডেম
কিংবা জুম আলট্রা কিংবা ব্রডব্যান্ড মডেমের সৌজন্যে ইন্টারনেটে কানেক্ট হবার
খায়েশ করেন তবে তাঁদের এহেন খায়েশ যেনো পুরা হয়, সে ব্যবস্থা করতেই যতরকম
ইউএসবি মডেম আর সিকিউরড ডিএসএল কানেকশান প্যাকেজ দরকার তা এই আইএসও তে দিয়েছি।
আশা করি আপনার মুঠোফোনকে আপনি ওটার সাথে দেয়া তারটুকু দিয়ে আপনার কম্পুতে
সংযুক্ত করে ওটাকে মডেম হিসেবে কনফিগার করলে আপনি সহজেই ইন্টারনেটে কানেক্ট হতে
পারবেন। যদিও বা ব্লুটুথ ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট করাটা তারমুক্ত তবে
এটাও ঠিক যে আপনি তার দিয়ে সংযোগ করে মডেমের ডাটা ট্রান্সফার যে রেটে করতে
পারবেন তার তুলনায় ব্লুটুথে কম পারবেন। একটু বিবেচনা করে দেখুন আমার কথাগুলো আর
সিদ্ধান্ত নিন।

আর যদি ব্লুটুথ ব্যবহার করেই নেটকানেকশন আপনার কম্পুতে নিতে চান তবে ভাই আমার
আগেই আপনার জন্য সমাধানের হাত বাড়িয়ে দিয়েছেন তারেক হাসান ভাই। তাঁর দেখানো পথে
হেঁটে দেখুন। গন্তব্যে পৌঁছে যাবেন, ইনশাল্লাহ।

আবারো ধন্যবাদ আপনাকে লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা ব্যবহার করার জন্য।

রিং
+৮৮০১৬৭১৪১১৪৩৭
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] H... Pritimoy Das
    • Re: [Ubu... Lenin
      • Re: ... Tareq Hasan
        • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
          • ... Lenin
            • ... Tareq Hasan
              • ... Tareq Hasan
              • ... Pritimoy Das
                • ... raihan choudhury
                • ... Tareq Hasan
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
                • ... mustafa sharif
                • ... Azim Charles

Reply via email to