আর কি টি-শার্ট আছে? থাকলে রাজশাহীতে কি পাঠানো সম্ভব? -------------------------------------------- Best regards Tareq Hasan My Blog (http://tareq.weDevs.com) Follow me: (http://twitter.com/tareq_cse) উবুন্টুর মুশকিল আসান, আপনিও অবদান রাখুন <http://ubuntubd.wordpress.com/>
2010/7/25 Saif Hassan <saifthebo...@gmail.com> > @রিং দা > ভাইরে বন্টু-মিন্টু'র আড্ডা থেকে বাসায় আসছিলাম ৬:৩০টার মধ্যে! ইচ্ছা ছিল > আধাঘন্টা অর্থাৎ ৭টার মধ্যে কুইক রিভিউ দিব সাথে থাকবে ক্যাপশনসহ নানা ছবি। > কিন্তু এসেই দশ মিনিটের মধ্যে কারেন্ট চলে গেল! :( > আর ২৫ তারিখ অর্থাৎ আজ থেকে পরীক্ষা শুরু হবে বলেই ঐদিন পুরোসময থাকতে পারি > নি! > কারেন্ট যখন এল আর পিসিতে বসতে পারলাম না! > পরীক্ষা শেষ হবে ৭ তারিখ...সুতরাং এর আগে পারছি না [image: sad] > ব্লগে সুন্দর করে গুছিয়ে ছবি ক্যাপশনসহ দেওয়ার প্ল্যান ছিল... কিন্তু সময়ের > অভাবে আছি! [image: sad] > > পরীক্ষার জন্য সবার দু'আ চাইছি। > ৭ তারিখের পর সকল ব্লগ/সাইটে থাকা ছবিগুলো একসাথে করে পুরো বন্টু-মিন্টুর > আড্ডা'র ইনশাল্লাহ একটা রিভিউ দিব! > তাতে থাকবে আমার নিজস্ব কিছু মতামত! > > @আশাবাদী শাহরিয়ার ভাই: > জরুরি ভিত্তিতে তিনটি লিনাক্স মিন্টের গেন্জি চাই! > জরুরি!!! > ডিটেইল্স: > 1) XL - 1 Piece > 2) L - 1 Piece > 3) M - 1 Piece > মোবাইল: 01819148661 > > আর আড্ডার শেষে নাকি অঙ্কুরের পক্ষ থেকে একটি ডিভিডি দেওয়া হয়েছে যাতে কিছু > সফ্টওয়্যারের কালেকশান রয়েছে। > ওটাও পেতে চাই। সম্ভব? > > > 2010/7/25 Ovro Niil <ovron...@gmail.com> > > > অফটপিকঃ > > @সাইফ > > তোমার এক্সপেরিয়েন্স নিয়ে তোমার ব্লগে একটা পোস্ট লিখ... সংগে কয়েকটা ফটো > > দিবা > > কিন্তু :D । আর উবুংবাদের (http://ubungbad.wordpress.com/) জন্য আড্ডা > নিয়ে > > একটা পোস্ট দরকার, সেইটাও তোমারে দিতে হবে। (আমার কাছে দুইটা পিট্টি পাওনা > আছে > > তোমার, এই কাজ করলে একটা মাফ হবে!) > > > > ২৫ জুলাই, ২০১০ ৪:২৯ pm এ তে, Saif Hassan <saifthebo...@gmail.com> > লিখেছে: > > > > > রিং ভাইয়ের সাথে দেখা হয় নি বন্টুমিন্টুর আড্ডায়! > > > তাই মাইর খাওয়া থেকেও বাইচা গেছি! > > > > > > > > -- > > .:: অভ্রনীল ::: Ovroniil ::. > > > > ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/ > > ❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/ > > -- > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > > ubuntu-bd@lists.ubuntu.com > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > -- > ধন্যবাদ > সাইফ দি বস ৭ (সাইফ হাসান) > http://www.saiftheboss.co.cc > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd