<snip> আশা করি আপনার মুঠোফোনকে আপনি ওটার সাথে দেয়া তারটুকু দিয়ে আপনার কম্পুতে সংযুক্ত করে ওটাকে মডেম হিসেবে কনফিগার করলে আপনি সহজেই ইন্টারনেটে কানেক্ট হতে পারবেন। যদিও বা ব্লুটুথ ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট করাটা তারমুক্ত তবে এটাও ঠিক যে আপনি তার দিয়ে সংযোগ করে মডেমের ডাটা ট্রান্সফার যে রেটে করতে পারবেন তার তুলনায় ব্লুটুথে কম পারবেন। একটু বিবেচনা করে দেখুন আমার কথাগুলো আর সিদ্ধান্ত নিন। </snip>
প্রথমত, ডিস্ট্রো তৈরির সময় সফটওয়্যারের লিস্টটি সবার সাথে মতবিনিময় করে তৈরি করা উচিৎ ছিলো। ক'দিন আগেই আবীর সাদিক ভাই একটা ডিস্ট্রো'র জন্য সবার মতামত চেয়েছিলেন। সুতরাং সেই ধরণের একটি লিস্ট অনুসরণ উচিৎ ছিলো। দ্বিতীয়ত, ব্লুটুথ দিয়ে সংযোগ তারের সংযোগের চেয়ে খুব একটা মন্থর হয়না। বরং ব্লুটুথ তারবিহীন হওয়াতে অযথা ঘর্ষণজনিত ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে সেটটি বেঁচে যায়। তৃতীয়ত, যিনি মেইল করছেন তিনি অন্য কোনো মাধ্যমেও যেহেতু নেটে সংযোগ করতে পারছেন, সুতরাং তিনি ব্লুটুথ সংক্রান্ত পোস্টগুলো http://ubuntubd.wordpress.com অথবা http://nirjhor.wordpress.com থেকে দেখে নিতে পারেন বিস্তারিত। ডিস্ট্রো সিডিতে নেই সেই অজুহাতে ওটা আর ব্যবহার করা উচিৎ হবে না তা নয়। চতুর্থত, লাইভ সিডিতে ইউজারনেম বা পাসওয়ার্ডটি দেয়া হয়েছে সেটি কোনো ঘোষণা দেয়া হয়নি। অনেকেই মেইল, ফোন, মেসেজ করছেন। -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd