2009/8/24 Sharmin Akter <j...@6zap.com>

> আচ্ছা আমি বেশ কয়েকদিন হয়ে গেল লিনাক্স ইউজ করছি কিন্তু কিছু কিছু জিনিষ এখনও
> বুঝলাম না।যেমন:
>
> ১।লিনাক্স এ সফটওয়্যার এর লাইসেন্স এগ্রিমেন্ট নাই কেন?
>
লিনাক্স সফটওয়্যারেরও লাইসেন্স এগ্রিমেন্ট আছে। GNU GPL, LGPL, BSD এমন অনেক
লাইসেন্সের অধীনে লিনাক্স সফটওয়ার ছাড়া হয়ে থাকে।

> ২।লিনাক্স এ ড্রাইভ নাই কেন উইন্ডোজ এর মত?

এটা একটা কনসেপ্ট মাত্র। একটা মজার ব্যাপার জানেন তো? উইন্ডোজে a-z অক্ষরগুলো
ছাড়া ড্রাইভ হতে পারেনা তাই এর বেশি ড্রাইভ হবেনা। একেক ধরণের অপারেটিং সিস্টেম
তার নিজস্ব কনসেপ্টে ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম চিন্তা করে থাকে।

> ৩।লিনাক্স এ উইন্ডোজ বা ম্যাক এর মত সফটওয়্যার সিডিতে করে বাজারে পাওয়া যায় না
> কেন?
>
বাজার হলো চাহিদা এবং যোগান এর ভিত্তিতে গড়ে ওঠা একটা কনসেপ্ট। চাহিদা পর্যাপ্ত
পরিমাণে না হলে বাজার তৈরি হয়না। আর লিনাক্সের প্রায় সবকিছু ফ্রি হওয়াতে এটা
নিয়ে ব্যবসা করার ঝুঁকি নিতে চায়না সিডি ব্যবসায়ীরা।

> ৪। উবুন্টুটা এত সাদামাটা কেন? ভিস্তা বা উইন ৭ কত সুন্দর।
>
আপনি কম্পিজ এর এফেক্ট হয়তো দেখেননি তাই একথা বলছেন। যারাই কম্পিজের এফেক্ট
দেখেছে তাদের কাছে উবুন্তুকেই উইন্ডোজ ৭ এর চাইতেও অগ্রগণ্য মনে হয়েছে। ব্যবহার
করে আমাদের জানান।

>
> ৫।উইন্ডোজ এ যেমন সব কিছুই গ্রাফিকাল ওয়ে তে করা যায় লিনাক্স এ ও কি তা সম্ভব?


হ্যাঁ, প্রায় সবকিছুই গ্রাফিক্যালভাবেই করা যায়। অন্তত সাধারণ ব্যবহারের সব কাজ
গ্রাফিক্যালভাবে করার জন্য উবুন্তু একটি সেরা পছন্দ।

-লেনিন
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to