সবকিছুই সহজ মনে হবে, এটা ঠিকই বলেছেন। গতকাল উবুন্টু ইন্সটল করার পর মনে হল এটাতো খুবই সহজ কাজ।
লেলিন ভাই, ভিডিও দেখার জন্য কি ইন্টারনেট দিয়ে আপডেট এবং আপগ্রেড করতেই হবে? বাসায় তো আমার ইন্টারনেট নেই। উবুন্টুর মধ্যে টোটেম প্লেয়ার দেয়া আছে কিন্তু তাতে ভিডিও চলছে না। আচ্ছা কোডেক কি ইনটারনেট থেকে ডাউনলোড করে পেন ড্রাইভে করে বাসায় নিয়ে ইন্সটল করতে পারব? আর একটা প্রশ্ন, উবুন্টুতে কি অভ্র দিয়ে বাংলা লেখা যাবে? নাকি প্রভাত ব্যবহার করতে হবে? -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd