শাহরিয়ার ভাই, আপনি ঠিকই বলেছেন, নতুনদের পুরানো বা অযথা বেশি তথ্য দিলে ঘাবড়িয়ে দেয়া ছাড়া আর কিছুই হয়না। শুভেচ্ছা সবাইকে
লেনিন 2008/8/30 Shahriar Tariq <[EMAIL PROTECTED]> > 2008/8/30 Jewel <[EMAIL PROTECTED]> > > > আমি দুঃখিত...আসলে ব্যাপারটা আমি স্প্যামিং দৃষ্টিকোন থেকে > দেখিনি...ভেবেছিলাম > > নতুন একজনকে সাহায্য করছি.... > > > > জুয়েল ভাই সাহায্য করতে চান সেজন্য সাধুবাদ কিন্তু পুরাতন তথ্য দিয়ে সাহায্য > করতে গেলে তো নতুনরা আরও বেশি বিভ্রান্ত হবে তাই নয়কি? ধরুন একজন নতুন লিনাক্স > ব্যবহারকারী আসলো আপনি তাকে আপনার টিউটোরিয়াল দিলেন সে যখন ইনস্টল করতে গিয়ে > দেখছে আপনার টিউটোরিয়াল এবং বাস্তব জিনিসের মধ্যে পার্থক্য আছে তখন কি তার > সমস্যা আরও বেশি হয়ে গেলো না? > > আসলে আমিও আঘাত করার জন্য বলিনি বিষয়টি স্বাভাবিকভাবে নিন। আর দুঃখ পেলে আমার > উদ্দেশ্য তা ছিলো না আমি সেজন্য ক্ষমা চেয়ে নিলাম। > > আর একটা টিউটোরিয়াল লিখে ফেলুন হার্ডির উপর তাহলেই হয়ে গেলো :D আপনার সাইটেও > নতুন জিনিস অন্তর্ভুক্ত হলো :) > > -- > শাহরিয়ার > -- > ubuntu-bd mailing list > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd