উবুন্টু ইনস্টলেশনের কিছু স্ক্রিনশট। দুঃখিত জিপ করে দিতে পারলাম না তবে খুব বেশি সমস্যা হবার কথা না কি বলেন?
কেউ যদি পুরা টিউটোরিয়াল লিখতে চান তাকে স্বাগত জানাই। নাহলে আমাকেই বসে লিখতে হবে। উল্লেখ্য এটি আমার ভার্চুয়াল মেশিনে ইনস্টল করা একারনে হার্ডডিস্ক ৪ গিগা দেখাচ্ছে মাত্র দুইটা পার্টিশনসহ। তবে উইন্ডোজ থাকলে পার্টিশন আরও বেশি হবে তখন পার্টিশন সাইজ দেখে ও পার্টিশন কতখানি খালি আছে তা দেখে বুঝতে হবে কোন পার্টিশনে উবুন্টু ইনস্টল করবেন। -- শাহরিয়ার
-- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd