লেলিন ভাই, কেমন আছেন? গতকাল আপনার হেলপ নিয়ে অবশেষে উবুন্টু ইন্সটল করতে পারলাম। কিন্তু প্রথমবার যখন ইন্সটল প্রায় শেষ তখন কারেন্ট চলে যায়। আবার রাত ১২ টার পরে যখন ট্রাই করছিলাম কিছুক্ষণ পর আবার কারেন্ট চলে যায়। আবার যখন ১২:৩০ টার দিকে কারেন্ট আসলো তখন আবার চেষ্টা করলাম এবং অবশেষে সম্ভব হল।
আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। এখন যে সমস্যাটা হচ্ছে তা হল, windows এ যেসব ভিডিও এবং mp3 ছিল সেগুলো উবুন্টুতে চালাতে পারছি না। কিভাবে সেগুলো চালাবো? আর যে ফোল্ডারটা খালি করেছিলাম সেটা windows এ গেলে দেখা যাচ্ছে না। এরকম কি হওয়ার কথা? দয়া করে জানাবেন। শাহরিয়ার ভাই কি টিউটোরিয়ালটা লিখেছেন? -- ubuntu-bd mailing list ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd