ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য। যদিও ইতিমধ্যে অনেকে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে ফেলেছেন
2017-05-07 14:42 GMT+06:00 Jayanta Nath <jayanta...@gmail.com>: > তন্ময় ভাই, > > প্রথমেই আমি বলি, আপনাকে কোনও প্রকার অসন্মান করার উদ্দ্যেশ্যে আমি আমার > মেইলটা লিখিনি। অজান্তে কোন প্রকার আঘাত দিয়ে থাকলে একান্তই ক্ষমাপ্রার্থী। > আমি ঠিক জানি না, কোন কোন মেইলিং লিস্টে কোনও একটি প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার > জন্য প্রচারণা করা হচ্ছে। যদি তেমনটা হয়ে থাকে, বা তেমনটাই দস্তুর হয়। আমি > আমার আপত্তির জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। > > উইকিপিডিয়াতে assume good faith নীতি আমি আশা করি আমি এতদিনে জেনেছি। > এক্ষত্রে assume good faith কেন আসবে বুঝলাম না। একটি ভোট প্রক্রিয়া চলছে, একে > অপরের প্রতিযোগী, যে ক্ষেত্রে একজনকে শুভাকাংখী বলার অর্থ কি দাড়ায় ? সেটাই > বুঝতে চেয়েছি। আবার বলি আমি ভুল হতে পারি। আমিও যে ঠিক বলছি এটা মটেই নয়। যদি > একমনটা হত, আপনই উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচনের প্রার্থী হয়েছেন। > সাথে আর একজন X প্রার্থী আছেন। সেখানে কেউ একজন মেইললিস্টে মেইল করে জানালো > যে X *অমুকদেশের উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী।* *অমুক দেশের লোকেরা সবাই > ওনাকে ভোট দিন। * এক্ষেত্রে আপনার অনুভূতির জায়গাটা জানতে চাইছি। আমি > নেগেটিভ হয়নি,আমি খারাপ বলিনি, আপনিও খারাপ বলেননি,শুভাকাংখী বলে বরঞ্চ আমার > মনে হয়েছে অন্য সকল প্রার্থীকে কিছুটা অবমাননা করেছেন। সেই থেকেই কথাগুলি > লেখা। যদিও আমি ভুল হতে পারি বা আমার চিন্তার স্তর ভুল হতে পারে। > > আবার উল্টোদিকটাও বলি আমি কেউ একজন কোনও একটি দেশের উইকিপিডিয়ানদের একজন > শুভাকাংখী মানে অন্যদেশের নয় তেমনটা নয়। আমি মনে উইকিপিডিয়ানদের কোনও দেশ হয় > না। যেমন উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, উইকিপিডিয়ানরা বিশ্ব-উইকিনাগরিক। তাই > ট্রাস্টি বোর্ডে যারা থাকবেন বা নির্বাচিত হয়ে আসবেন, তারা সকল দেশের > ক্ষেত্রেই সমান একজন শুভাকাংখী হবেন। এমনকি তৃতীয় বিশ্বের পিছিয়ে পরা > দেশগুলির ক্ষেত্রে বেশি > শুভাকাংখী হবেন, এমনটাই আমার আশা। > > 'আমার বন্ধু স্হানীয়' এবং 'বাংলাদেশের শুভাকাংখী'?? কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, > আপনার প্রথম মেইলের *"আমার বন্ধু স্থানীয় এবং বাংলাদেশের উইকিপিডিয়ানদের > একজন শুভাকাংখী।" *এই বাক্যাটির মাধ্যমে আপনি তার হয়ে প্রচারণা করছে বলে > আপত্তি জানিয়েছিলাম। আপনার বন্ধু ও বাংলাদেশ নিয়ে কোন আপত্তি নেই। এখন যখন > গ্রহণীয় হয়েই গেছে যে, কোন একজনকে নিয়ে মেইলিং লিস্টে প্রচারণা করা যাবে, > সেক্ষেত্রে আমার কোনও আপত্তি থাকতে পারে না। চলুক প্রচারণা। > > আবারও বলি কোনও প্রকার আঘাত দিয়ে থাকলে, আমি ক্ষমাপ্রার্থী। ভাল থাকবেন। > > জয়ন্ত > > 2017-05-07 12:37 GMT+05:30 Tonmoy Khan <tonmoy...@gmail.com>: > >> প্রিয় জয়ন্ত দা, >> >> নাহিদ যদিও ইতোমধ্যে বলেছে, তারপরও আপনার অবগতির জন্য বলছি ট্রাস্টি >> নির্বাচন নিয়ে অন্যান্য দেশের স্থানীয় লিস্টে রীতিমত তাদের পছন্দের >> প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের এ ধরণের নির্বাচনগুলোতে >> কাউকে পাবলিকলি এন্ডোর্স করা নতুন কোন বিষয় না। এক্ষেত্রে কারও নাম উল্লেখ না >> করে কিভাবে এ ধরণের আলোচনা করা যেতে পারে বা কাউকে প্রোমোট বা এন্ডোর্স করা >> যেতে পারে তা আমার বোধগম্য নয় - আপনার জানা থাকলে জানাবেন নিশ্চয়। অথচ আপনি >> একটা বিষয় ভালভাবে না জেনেই ইতোমধ্যে আমার মেইলকে ফিসিং বলে ফেলেছেন, যা আমি >> অবমাননাকর মনে করতেই পারি। >> >> নাহিদের মেইলের পরিপ্রেক্ষিতে আপনি আবার আপনার আপত্তির জায়গাটার কিছুটা >> ক্লারিফিকেশন দেবার চেষ্টা করলেন যে - কোন একজন প্রার্থীকে আমি শুভাকাংখী বললে >> অন্যরা শুভাকাংখী নয় এমনটা মনে হতে পারে!কিন্তু আমার মাথায় তো এমন নেগেটিভ >> চিন্তা আসে না - একজন লোককে ভাল বললাম, তার মানে তো এই না যে অন্যরা খারাপ বা >> আমি অন্যদের খারাপ মনে করছি! আপনি কেন এমনটা চিন্তা করলেন বলবেন কি? >> >> আপনার বিষয়টা আমি জানতে চাইছি এই কারণে যে, উইকিপিডিয়াতে assume good faith >> বলে একটা ব্যাপার আছে, যেটা সাধারন নীতি হিসেবে মেনে চলা হয়। আপনি যে কথাটা >> বলছেন যে, একজনকে ভাল বললে অন্যদেরকে খারাপ বলে ধরে নিতে হবে - এটা assume >> good faith নীতির একেবারে উল্টা, কেউ এ রকম চিন্তা করলে বলতে হবে সে >> উইকিপিডিয়ার মূল ব্যাপারটাই বোঝেনা এবং তাকে উইকিপিডিয়ার দরকারও নাই। >> >> তাহলে শেষে বাকি রইল দুইটা ব্যাপার, যেটা আপনি নিজেও বলেছেন। তারপরও জানতে >> চাইছি, আপনার মূল অসুবিধার জায়গা কি তাহলে - 'আমার বন্ধু স্হানীয়' এবং >> 'বাংলাদেশের শুভাকাংখী'??!! >> >> দুঃখিত একটু বড় মেইল দেবার জন্য। >> >> তন্ময় >> >> >> >> >> On May 7, 2017 1:38 AM, "Jayanta Nath" <jayanta...@gmail.com> wrote: >> >> নাহিদ, >> >> আমি বলতে চেয়েছি, তন্ময়ভাই নির্দিষ্ঠ একজন ব্যক্তির হয়ে প্রচারণা করছেন। * >> "**পোল্যান্ডের Dariusz Jemielniak আমার বন্ধু স্থানীয় এবং বাংলাদেশের >> উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী।" *আমার মূল আপত্তি এইলাইনটা নিয়েই। এই >> কথাটির অনেক রকম অর্থ প্রকাশ পাচ্ছে। এমন মনে হতেই পারে, অন্য সবাই বাংলাদেশের >> শুভাকাঙ্ক্ষী নন। তাই এমন প্রচারণা করা উচিত নয় বলেই আমি মনে করি। আর >> ফাইন্ডেশন নিজেই বিভিন্ন মাধ্যমে এই ভোটের প্রচারণা করে এটা আমি জেনেই এখানে >> বলেছি। >> >> >> 2017-05-07 10:59 GMT+05:30 Nahid Sultan <na...@wikimedia.org.bd>: >> >>> জয়ন্ত দা, >>> আপনার কথাটি উইকিপিডিয়া এডমিনশীপের জন্য প্রযোজ্য ফাউন্ডেশনের বোর্ড অব >>> ট্রাস্টি নির্বাচনের জন্য নয়। আপনি যদি খেয়াল করবেন সেক্ষেত্রে দেখবেন বোর্ড >>> অব ট্রাস্টি নির্বাচনের জন্য রীতিমত সেন্ট্রাল ব্যানার দেওয়া হয়েছে সকল >>> উইকিমিডিয়ার সাইটে বার্তা দেওয়া হয়েছে সকল, মেইলিং লিস্টে এবং আপনি ফেইসবুকে >>> যেহেতু একট্ভিব সুতরাং সেখানেও দেখবেন উইকিপিডিয়ানরা নিজেদের পছন্দের লোকজনদের >>> প্রোমোট করছে এবং এটি ভুল নয়! এখানে, যারা যোগ্য ভোটার তারা সবাই যাতে ভোট দেয় >>> সেটি মেইক সিউড় করার জন্যও এরকম প্রচারণা চালানো হয়। বিভিন্ন সম্প্রদায় তাদের >>> নিজেদের মেইলিং লিস্টে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা করছে। সুতরাং >>> >>> এবার, বাংলাদেশী সম্প্রদায়ের মেইলিং লিস্টে আমরা যদি নিজেদের পছন্দের >>> প্রার্থীদের নিয়ে আলোচনা করি সেটি খারাপ কিছু নয়। এবং এটাকে আর যাই হোক ফিসিং >>> কিন্তু বলে না! >>> >>> >>> ধন্যবাদ। >>> >>> Nahid Sultan >>> >>> User:NahidSultan <https://meta.wikimedia.org/wiki/User:NahidSultan> on >>> all Wikimedia Foundation >>> <https://en.wikipedia.org/wiki/Wikimedia_Foundation>'s public wikis >>> >>> Secretary, Wikimedia Bangladesh >>> <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh> >>> >>> Twitter: @nahidunlimited <https://twitter.com/nahidunlimited> >>> >>> http://blog.nahidsultan.xyz/ >>> >>> >>> ------------------------------ >>> *From:* Wikimedia-BD <wikimedia-bd-boun...@lists.wikimedia.org> on >>> behalf of Jayanta Nath <jayanta...@gmail.com> >>> *Sent:* Sunday, May 7, 2017 10:45 AM >>> *To:* Discussion list for Bangladeshi Wikimedians >>> *Cc:* Private discussion list of Wikimedia Bangladesh Executive >>> Committee and Operations Committee members >>> *Subject:* Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচন >>> প্রসংগে >>> >>> প্রিয় তন্ময় ভাই, >>> >>> আমি আপনার এই মেইলটার একটু বিরোধিতা করতে বাধ্য হচ্ছি। আমি কারুর হয়েই একটি >>> পাবলিক মেইলে এই ভাবে প্রচারণা করতে পারেন না। এটা উচিত ও নয় বলে আমি মনে করি। >>> এমনকি আপনি অন্য কোনো মাধ্যমেও ( এমনকি ফেসবুকেও) কারুর হযে প্রচার করতে পারেন >>> না । আপনার জানা উচিত এটাকে ফিসিং বলে। আপনি ব্যক্তিগত মেইল করলে আমার কিছু >>> বলার ছিল না। >>> >>> দয়া করে বিষয়টিকে ব্যক্তিগত ভাবে নেবেন না। আর আমি যদি কিছু ভুল বলে থাকি। >>> জানাবেন । >>> >>> ধন্যবাদ >>> >>> জয়ন্ত >>> >>> >>> ৭ মে, ২০১৭ ১:৩৬ am এ, "Tonmoy Khan" <tonmoy...@gmail.com> লিখেছেন: >>> >>> প্রিয় সবাই, >>> >>> আপনারা অনেকে অবগত আছেন বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচন >>> চলছে এবং ভোট চলবে আগামী ১৪ মে পর্যন্ত। উইকিপিডিয়ার যে কোন নিয়মিত অবদানকারী >>> এতে ভোট দিতে পারবেন। এ নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। >>> তাদের মধ্যে পোল্যান্ডের Dariusz Jemielniak আমার বন্ধু স্থানীয় এবং >>> বাংলাদেশের উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী। >>> >>> আপনারা যদি তাকে উপযুক্ত মনে করেন তবে তাকে আপনাদের মূল্যবান ভোট দিতে >>> পারেন। অনলাইনে ভোট দিতে নিচের লিংকে ক্লিক করে ভোটিং পোর্টালে যেতে হবে এবং >>> পছন্দের প্রার্থীর নামের পাশে সাপোর্ট অপশন সিলেক্ট করে সাবমিট করতে হবে। >>> >>> ভোটিং পোর্টালের লিংক: https://meta.wikimedia.o >>> rg/wiki/Special:SecurePoll/vote/341 >>> >>> ধন্যবাদ >>> >>> তন্ময় >>> >>> >>> _______________________________________________ >>> Wikimedia-BD mailing list >>> Wikimedia-BD@lists.wikimedia.org >>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd >>> >>> >>> >>> _______________________________________________ >>> Wikimedia-BD mailing list >>> Wikimedia-BD@lists.wikimedia.org >>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd >>> >>> >> >> _______________________________________________ >> Wikimedia-BD mailing list >> Wikimedia-BD@lists.wikimedia.org >> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd >> >> >> >> _______________________________________________ >> Wikimedia-BD mailing list >> Wikimedia-BD@lists.wikimedia.org >> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd >> >> > > _______________________________________________ > Wikimedia-BD mailing list > Wikimedia-BD@lists.wikimedia.org > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd > >
_______________________________________________ Wikimedia-BD mailing list Wikimedia-BD@lists.wikimedia.org https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd