প্রিয় তন্ময় ভাই,

আপনার নিন্মলিখিত মেইলটি আমি আজ একটি পাবলিক মেইলিং লিস্টে পালাম।

https://lists.wikimedia.org/pipermail/wikimedia-bd/2017-May/002548.html

প্রিয় সবাই,
>
> আপনারা অনেকে অবগত আছেন বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচন
> চলছে এবং ভোট চলবে আগামী ১৪ মে পর্যন্ত। উইকিপিডিয়ার যে কোন নিয়মিত অবদানকারী
> এতে ভোট দিতে পারবেন। এ নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
> তাদের মধ্যে পোল্যান্ডের Dariusz Jemielniak আমার বন্ধু স্থানীয় এবং
> বাংলাদেশের উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী।
>
> আপনারা যদি তাকে উপযুক্ত মনে করেন তবে তাকে আপনাদের মূল্যবান ভোট দিতে পারেন।
> অনলাইনে ভোট দিতে নিচের লিংকে ক্লিক করে ভোটিং পোর্টালে যেতে হবে এবং পছন্দের
> প্রার্থীর নামের পাশে সাপোর্ট অপশন সিলেক্ট করে সাবমিট করতে হবে।
>
> ভোটিং পোর্টালের লিংক: 
> https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vote/341
>
> আমি এই মেইলটির বিষয়ে দ্বিমত প্রকাশ করছি। এটা আপনার অবগত থাকা উচিত, আমরা
কারুর হয়েই কোনও পাবলিক মেইলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করতে পারি
না। এটা নীতি বিরুদ্ধ। আপনই সবাইকে ব্যক্তিগত মেইল করলে আমার কিছুই বলার ছিল
না। এটিয়ে ফিশিং বলে। আপনি অনেকদিন ধরেই ফাইন্ডেশনের কমিটিতে ছিলেন, তাই এই
সম্পর্কে আপনার জানা উচিত ছিল বলে মনে করি ।  দয়া করে আমার এই মেইলটিকে
ব্যক্তিগত ভাবে নেবেন না, আর আমি যদি কোনও ভুল বলে থাকি আমাকে অবগত করবেন।

ধন্যবাদ।

জয়ন্ত


পুনশ্চঃঃ  যতদূর জানি আমি এই মেইলিং লিস্টের মেম্বার, অথচ এর উত্তর দিলে আমার
মেইল moderated list এ চলে যায়।
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to