তন্ময় ভাইয়ের মেইলের যে লাইন জয়ন্তদা কোট করলেন তার পরের লাইনে লেখা, *'**আপনারা
যদি তাকে উপযুক্ত মনে করেন তবে তাকে আপনাদের মূল্যবান ভোট দিতে পারেন।' * ওই
মেইলে '*অমুককে সবাই ভোট দিন*' লেখা কোথাও দেখলাম না।

আর "পাশের মহল্লার হাজী চাঁন আমার বন্ধু" বললে "হাজী চাঁন বাদে পাশের মহল্লার
সবাই আমার শত্রু" বোঝানো হবে বা সবাইকে অপমান করা হবে, এটা কোন পদের যুক্তি
তাও আমি ঠিকমত বুঝলাম না।

আমার সাধারণবোধ বলে গণতান্ত্রিক পরিবেশে কারো পছন্দ এবং অপছন্দের কথা অকপটে
বলতে পারার অধিকারও একটি গণতান্ত্রিক অধিকার। আবার অন্য কারো পছন্দের সাথে
আমার দ্বিমত পোষণ করতে পারাও আমার গণতান্ত্রিক অধিকার।

যাইহোক, আসুন অযথা অতিসংবেদনশীল হয়ে বেহুদা তর্ক-বিতর্কে সময় ও শক্তি অপচয় না
করে মূল বিষয়ে আলোচনা করি।

@তন্ময় ভাই,

Chris বা James এর পরিবর্তে Dariusz নির্বাচিত হলে স্ট্রাটেজিক কি কি লাভ /
সু-পরিবর্তন হতে পারে বলে মনে করছেন? গতবারের আগের বোর্ডের James এর সামগ্রিক
ভূমিকার কারণেই কি মনে হচ্ছে এবার Dariusz নির্বাচিত হলে লাভ হবে?

---
Shabab Mustafa
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to