সগীর ভাই,

এই জন্যই মেইলিং লিস্টটা আমার খুব ভালো লাগে। সমস্যার সমাধান অন্য যে কোন
মাধ্যমের চেয়ে দ্রুত পাওয়া যায়।
আমার সমস্যাটা সাধারন উবুন্তু আনইন্সটল করা। কিন্তু ওয়েব ঘেটে নানা
পদ্ধতির মধ্যে কোনটা করবো, তা বুঝতে পারছিলাম না।
লিফো আমার খুব পছন্দের ছিলো। লিফো বন্ধ হবার পর এটাই শেষ ভরসা।

আর সবাইকে অনেক ধন্যবাদ সহায়তা করার জন্য।

On 2/19/14, sagir khan <sagi...@gmail.com> wrote:
> আসসালামু আলাইকুম। আমি একটু অফ টপিকে কথা বলি।
> অনেকদিন পার এই মেইলে কারও প্রশ্ন এবং তার উত্তরে এতগুলো মেইল দেখে খুব খুব
> ভাল লাগল।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Md. Ibrahim Husain Meraj
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to