আশা করি উবুন্টু এবং জানাল আলাদা পার্টিশনে ইন্সটল করা আছে।  তাহলে তো
অন্যান্য ড্রাইভের ডাটা হারানোর ভয় নাই্। উইন্ডোজ ইন্সটলের সময় শুধু উইন্ডোজ
(সি ড্রাইভ) এবং উবুন্টু ইন্সটলের সময় শুধু উবুন্টুর পার্টিশন ফরম্যাট করে
ইন্সটল করুন। আগে জানালা দিন, তারপর উবুন্টু ইন্সটল করুন, এতে বুটলোডার
কনফিগার করার ঝামেলা হবেনা।

আর উবুন্টুর ডাটা যদি ব্যাকআপ রাখতে চান তাহলে আমি সাজেস্ট করবো ক্লিন ইন্সটল
করার। কেননা ১০.০৪ থেকে লেটেস্ট কোন একটা ধরুন ১২.০৪ এ আসতে গেলে সিস্টেমের
অনেক কিছুই চেঞ্জ হবে। পিপিএ গুলা ডিজেবল হয়ে যাবে, সফটওয়্যারগুলার
কমপ্যাটবলিটির ব্যাপার আছে। এরচে সরাসরি নতুনটা ইন্সটল করাটাই ভাল। তবে
বিভিন্ন সফটওয়্যারের কনফিগারেশন, সেটিংস, ক্যাশ ব্যাকআপ করতে পারেন আপনার হোম
ফোল্ডার কোথাও কপি করে। ইন্সটলের পর আাবার হোমে কপি এন্ড রিপ্লেস করে নিবেন।

ধন্যবাদ।

*Md. Minhazul Haque*
Rajshahi, Bangladesh
minhazulhaque.com

 --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to