ভালো অাছি। অাপনি ডাটা গুলো অন্য পার্টিশনে সরাই নিতে পারেন। আর উবুন্তু হোম পার্টিশন যদি অালাদা থাকে তাহলে নতুন ইন্সটলেশনের সময় ওইটা ফরমেট না করে শুধু রুট(/) পার্টিশন ফরমেট করে ইন্সটল করে পারেন।

-------------
এইচ.অার.স্বাধীন
+৮৮০১৫৫৪৩২২৭০৭

On 02/19/2014 12:37 AM, Md. Ibrahim Husain wrote:
কেমন আছেন, সবাই?

একটু ঝামেলায় পড়েছি। জানালাটা আবার নতুন করে ই্নস্টল দিতে হবে, ওদিকে
আবার উবুন্তুটাও পুরনো (10.04) হয়ে গেছে।

তাই, আমি চাচ্ছি যে জানালা ও উবুন্তু দুইটা নতুন করে ইনস্টল দিতে, তবে
ড্রাইভে ডাটা অক্ষুন্ন রেখে।

এখন কিভাবে আমি তা করতে পারি?

ধন্যবাদান্তে
Md. Ibrahim Husain Meraj


--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to