ডিস্ট্রো এসেছে "ডিস্ট্রিবিউশান" থেকে । তার মানে একই জিনিসকে আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করছেন । সব ডিস্ট্রোই লিনাক্স কার্নেল ব্যবহার করে কিন্তু কেউ নোম দেয়, কেউ কেডিই, কেউ সিন্যাপটিক দেয়, কেউ প্যাকেজকিট, কেউ ডেবিয়ান প্যাকেজিং ব্যবহার করে, কেউ আরপিএম । এই আর কি ।
আমি যেটুকু বুঝি তাতে কার্নেলের উপর নির্ভর করে ওএস নির্ধারন করা হয় । একই কার্নেলের উপর বেইজ করে ভিন্ন ভিন্ন ওএসগুলোকে ঐ কার্নেলের ডিস্ট্রো বলা যায় । -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd