যে ভিডিওটা শেয়ার করলাম ওটায় দেখলাম উইন্ডোজ চালাচ্ছে তাই জানতে চাইলাম । উবুন্টুই দেওয়ার কথা ।
আশিকূন নূর ভাই, এন্ড্রয়েড লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম, লিনাক্সের ফর্ক, কিন্তু সরাসরি লিনাক্স না । গুগল অনেক কিছু পরিবর্তন করেছে যেগুলো ঠিকমত মেইনটেইন করেনি এবং স্ট্যাবল কার্নেলে যোগ করার মতো ছিল না । একারনে লিনাক্স রেপো থেকে বহু আগেই এন্ড্রয়েড এর ব্রাঞ্চ মুছে দেওয়া হয়েছে । ম্যাক যেমন ইউনিক্স, এন্ড্রয়েড সেরকমই লিনাক্স :) -- Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd