ওহ তা জানতাম না। ধন্যবাদ। তাহলে এখন আর গর্ব করে বলব না যে এন্ড্রোয়োড লিনাক্স, এটা লিনাক্স বেসড ওএস, কিন্তু আমার স্বল্প জ্ঞানে যা কুলায় তা হল সকল লিনাক্স ডিস্ট্রোকেই লিনাক্স বলা হয়। তাহলে ওএস এবং ডিস্ট্রোর মধ্যে পার্থক্য আছে মনে হয়।
@সবাই আমি কোন ভুল বললে একটু ঠিক করে দিবেন। ---------------------------------------------------------- Dedicated Linux Forum in Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20> Thank you Md Ashickur Rahman Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh. 01611151550 2011/10/24 maSnun <mas...@gmail.com> > যে ভিডিওটা শেয়ার করলাম ওটায় দেখলাম উইন্ডোজ চালাচ্ছে তাই জানতে চাইলাম । > উবুন্টুই দেওয়ার কথা । > > আশিকূন নূর ভাই, এন্ড্রয়েড লিনাক্স বেইজড অপারেটিং সিস্টেম, লিনাক্সের > ফর্ক, কিন্তু সরাসরি লিনাক্স না । গুগল অনেক কিছু পরিবর্তন করেছে যেগুলো > ঠিকমত মেইনটেইন করেনি এবং স্ট্যাবল কার্নেলে যোগ করার মতো ছিল না । > একারনে লিনাক্স রেপো থেকে বহু আগেই এন্ড্রয়েড এর ব্রাঞ্চ মুছে দেওয়া > হয়েছে । > > ম্যাক যেমন ইউনিক্স, এন্ড্রয়েড সেরকমই লিনাক্স :) > > > -- > Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd