@সগীর এবং @আরিফ, আমরা অফটপিকে চলে যাচ্ছি। XAMPP নিয়ে আলোচনা করতে চাইলে নতুন থ্রেড খুলে সেখানে আলাপ যেতে পারে।
2011/5/11 Arif Uddin <arif...@gmail.com> > আশা করি XAMPP উবুন্টুতে সেটআপ দিতে পারলে এটার জন্য আপনাকে জানালার কাছে যেতে > হবে। আমি নিজেও উবুন্টুতে XAMPP ব্যবহার করি। তবে নিচের মত করে সেটআপ করাটাই > আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে। আজ এভাবেই আমি আমার ল্যাপটপ করে করেছি। > > Install Apache, MySQL Server 5, phpmyadmin on Ubuntu > > sudo apt-get install apache2 > sudo apt-get install mysql-server > sudo apt-get install php5-mysql > sudo apt-get install phpmyadmin > > sudo apt-get install mysql-admin > * > ধারাবাহিকতা বজায় রাখাটা ভাল, না হলে হয়তো সমস্যা দেখা দিতে পারে। > > --- > Md. Arif Uddin * > Dhaka, Bangladesh > Mobile: +88 017 15 865458 > E-mail: arif...@gmail.com > Sobkichu.com (সবকিছু ডট কম) <http://www.sobkichu.com/> > http://www.ankursoftbd.com/arif > > > 2011/5/11 sagir khan <sagi...@gmail.com> > > > বয়স সীমাটা আসলেই দরকার। তার সাথে পেশাটা হলে ভাল হয়। কারন যদি অফিসের > লোকদের > > মাঝে লিনাক্স ছড়িয়ে দেওয়া না যায় তাহলে কোন ভাবেই সাধারন মানুষের মাঝে এর > > প্রবণতা বাড়বে না। কারন অনেকেই আমাকে বলে অফিসে যেহেতু জানালা আছে তাই > লিনাক্স > > সম্ভব না। আমার বোন আমাকে একই কথা বলেছে। > > সাথে আরেকটা ফিল্ড রাখার জন্য আমি অনুরোধ করছি। অনেকেই আছেন লিনাক্সের সাথে > > আবার জানালা ব্যবহার করেন। লিনাক্সে সব কাজ হলেও হয়তবা কোন একটি কাজে আটকে > > যাওয়ার কারনে জানালায় যেতে হচ্ছে। যেমন আমার টিভি কার্ড চালাতে জানালায় যেতে > > হয়। আবার XAMPP চালাতে জানালায় যেতে হয়। এই দুই কাজ ছাড়া আমার আর সব কাজ > > উবুন্টুতে । এরকম সমস্যাগুলো খুজে বের করলে তার মাঝ থেকে সবচাইতে বেশি > সাধারন > > সমস্যাগুলোর জন্য আমরা সমাধান দিয়ে ওয়েব/ফোরাম/ব্লগ প্রস্তুত করতে পারবো। > > > > ১১ মে, ২০১১ ১০:৫৮ pm এ তে, Ahamed Bauani [http://bd-servers.net] < > > ubuntu...@bauani.org> লিখেছে: > > > > > 2011/5/9 Miah M. Hussainuzzaman <mmhza...@gmail.com> > > > > > > > প্রিয় শাবাব, > > > > > > > > বয়স সীমার একটা ফীল্ড ঢুকানোর জন্য গতকাল থেকে হাত নিশপিশ করছিলো, > কিন্তু > > > > ইতিমধ্যেই অনেকে ডেটা দিয়ে ফেলেছেন বিধায় এটা পরবর্তী জরিপের জন্য তুলে > > রাখা > > > > প্রয়োজন বলে মনে হল। যদি মনে কর, তাহলে এখনও এটা ঢুকিয়ে দেয়া যায়। এই > > > মুহুর্তে > > > > ৯২টা ডেটা (আমার ২টা এর মধ্যে :) ) দেখাচ্ছে। কাজেই পুরা স্যাম্পল যদি > > হাজার > > > > ছাড়ায় তবে এই কয়টা ডেটার মিসিং-এর কারণে খুব বেশি সমস্যা হবে না বলে মনে > > হয়। > > > > > > > > এছাড়া আরও কিছু ইন্টারেস্টিং ফিল্ড থাকতে পারে - কম্পুর শক্তি: > প্রসেসরের > > > গতির > > > > রেঞ্জ, ড়্যামের রেঞ্জ ইত্যাদি (যেটা ভবিষ্যতে দেশি লিনাক্স ডেভলপমেন্টে > > > > টার্গেট > > > > মিনিমাম কনফিগারেশন নির্ণয় করতে সহায়ক হবে) > > > > > > > > পেশা: অপশনগুলো এখনই ঠিক করা যেতে পারে। > > > > > > > > মতামত জানিও। অন্যদের মতামত জানাটাও জরুরী। > > > > > > > > বাইদা ওয়ে, বিডিলাগে সম্ভবত ৭০০র মত মেম্বার ছিল/আছে তাই না? লিফোতে > কতজন > > > > মেম্বার ছিল? > > > > > > > > > > > ভাই, বিডিলাগের লিষ্টে যারা ছিলো তারা এখন তাদের এত 'ভাব' যে তাদের কাছ > থেকে > > > কোন সাহায্য পাওয়া অলিক কল্পনা মাত্র। আমি নিজে উনাদের সাথে কাজ করেছিতো > আমি > > > খুব ভল ভাবে জানি। এখন বুঝি, লিনাক্সকে প্রচার করার চেয়ে নিজেদের প্রচারটা > > > বেশী > > > চাওয়ার ছিল। অবশ্য ব্যাতিক্রম সবখানেই আছে। এখনো এক দুই জন পাবেন যারা > > > লিনাক্সের প্রতি নিবেদিত প্রান। আমার এই পোষ্ট অনেকের খারাপ লাগতে পারে > > কিন্তু > > > সত্য লুকাবো কোথায়? > > > > > > -বাওয়ানী > > > > > > > > > > > ৯ মে, ২০১১ ৫:১১ pm এ তে, Shabab Mustafa <sha...@linux.org.bd> > লিখেছে: > > > > > > > > > ধন্যবাদ শামীম ভাই। > > > > > > > > > > বয়স সীমার জন্য একটি ফিল্ডের প্রস্তাব ইতিমধ্যেই এসেছে। আমাদের জরিপের > > > জন্য > > > > > কোন > > > > > বয়সী লোকজন লিনাক্স বেশি ব্যবহার করে বা লিনাক্স ব্যবহারে বেশি আগ্রহী > > এই > > > > > বিষয়ে > > > > > স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকলে সেটা ডেমেগ্রাফিক্যাল স্টাডিতে বেশ > উপকারী > > > হবে > > > > > বলেই আমার বিশ্বাস। কারা সচেতন আর কারা সচেতন নন বা কাদের টার্গেট করে > > কাজ > > > > করা > > > > > প্রয়োজন এইরকম অনেক কিছুই বয়সসীমার উপাত্ত থেকে নির্ণয় করা সহজ হবে > বলেই > > > > আমার > > > > > বিশ্বাস। > > > > > --- > > > > > Shabab Mustafa > > > > > Liaison Person > > > > > Ubuntu Bangladesh > > > > > https://wiki.ubuntu.com/Shabab > > > > > -- > > > > > Ubuntu Bangladesh > > > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > > > > > > > > > > > > > > > -- > > > Ubuntu Bangladesh > > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > > > > > > -- > > ধন্যবাদ > > সগীর হোসাইন খান > > _______________________________________________________________ > > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ > ✽ > > _______________________________________________________________ > > -- > > Ubuntu Bangladesh > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd