বয়স সীমাটা আসলেই দরকার। তার সাথে পেশাটা হলে ভাল হয়। কারন যদি অফিসের লোকদের
মাঝে লিনাক্স ছড়িয়ে দেওয়া না যায় তাহলে কোন ভাবেই সাধারন মানুষের মাঝে এর
প্রবণতা বাড়বে না। কারন অনেকেই আমাকে বলে অফিসে যেহেতু জানালা আছে তাই লিনাক্স
সম্ভব না। আমার বোন আমাকে একই কথা বলেছে।
সাথে আরেকটা ফিল্ড রাখার জন্য আমি অনুরোধ করছি। অনেকেই আছেন লিনাক্সের সাথে
আবার জানালা ব্যবহার করেন। লিনাক্সে সব কাজ হলেও হয়তবা কোন একটি কাজে আটকে
যাওয়ার কারনে জানালায় যেতে হচ্ছে। যেমন আমার টিভি কার্ড চালাতে জানালায় যেতে
হয়। আবার XAMPP চালাতে জানালায় যেতে হয়। এই দুই কাজ ছাড়া আমার আর সব কাজ
উবুন্টুতে । এরকম সমস্যাগুলো খুজে বের করলে তার মাঝ থেকে সবচাইতে বেশি সাধারন
সমস্যাগুলোর জন্য আমরা সমাধান দিয়ে ওয়েব/ফোরাম/ব্লগ প্রস্তুত করতে পারবো।

১১ মে, ২০১১ ১০:৫৮ pm এ তে, Ahamed Bauani [http://bd-servers.net] <
ubuntu...@bauani.org> লিখেছে:

> 2011/5/9 Miah M. Hussainuzzaman <mmhza...@gmail.com>
>
> > প্রিয় শাবাব,
> >
> > বয়স সীমার একটা ফীল্ড ঢুকানোর জন্য গতকাল থেকে হাত নিশপিশ করছিলো, কিন্তু
> > ইতিমধ্যেই অনেকে ডেটা দিয়ে ফেলেছেন বিধায় এটা পরবর্তী জরিপের জন্য তুলে রাখা
> > প্রয়োজন বলে মনে হল। যদি মনে কর, তাহলে এখনও এটা ঢুকিয়ে দেয়া যায়। এই
> মুহুর্তে
> > ৯২টা ডেটা (আমার ২টা এর মধ্যে :) ) দেখাচ্ছে। কাজেই পুরা স্যাম্পল যদি হাজার
> > ছাড়ায় তবে এই কয়টা ডেটার মিসিং-এর কারণে খুব বেশি সমস্যা হবে না বলে মনে হয়।
> >
> > এছাড়া আরও কিছু ইন্টারেস্টিং ফিল্ড থাকতে পারে - কম্পুর শক্তি: প্রসেসরের
> গতির
> > রেঞ্জ, ড়্যামের রেঞ্জ ইত্যাদি (যেটা ভবিষ্যতে দেশি লিনাক্স ডেভলপমেন্টে
> > টার্গেট
> > মিনিমাম কনফিগারেশন নির্ণয় করতে সহায়ক হবে)
> >
> > পেশা: অপশনগুলো এখনই ঠিক করা যেতে পারে।
> >
> > মতামত জানিও। অন্যদের মতামত জানাটাও জরুরী।
> >
> > বাইদা ওয়ে, বিডিলাগে সম্ভবত ৭০০র মত মেম্বার ছিল/আছে তাই না? লিফোতে কতজন
> > মেম্বার ছিল?
> >
> >
> ভাই, বিডিলাগের লিষ্টে যারা ছিলো তারা এখন তাদের এত 'ভাব' যে তাদের কাছ থেকে
> কোন সাহায্য পাওয়া অলিক কল্পনা মাত্র। আমি নিজে উনাদের সাথে কাজ করেছিতো আমি
> খুব ভল ভাবে জানি। এখন বুঝি, লিনাক্সকে প্রচার করার চেয়ে নিজেদের প্রচারটা
> বেশী
> চাওয়ার ছিল। অবশ্য ব্যাতিক্রম সবখানেই আছে। এখনো এক দুই জন পাবেন যারা
> লিনাক্সের প্রতি নিবেদিত প্রান। আমার এই পোষ্ট অনেকের খারাপ লাগতে পারে কিন্তু
> সত্য লুকাবো কোথায়?
>
> -বাওয়ানী
>
> >
> > ৯ মে, ২০১১ ৫:১১ pm এ তে, Shabab Mustafa <sha...@linux.org.bd> লিখেছে:
> >
> > > ধন্যবাদ শামীম ভাই।
> > >
> > > বয়স সীমার জন্য একটি ফিল্ডের প্রস্তাব ইতিমধ্যেই এসেছে। আমাদের জরিপের
> জন্য
> > > কোন
> > > বয়সী লোকজন লিনাক্স বেশি ব্যবহার করে বা লিনাক্স ব্যবহারে বেশি আগ্রহী এই
> > > বিষয়ে
> > > স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকলে সেটা ডেমেগ্রাফিক্যাল স্টাডিতে বেশ উপকারী
> হবে
> > > বলেই আমার বিশ্বাস। কারা সচেতন আর কারা সচেতন নন বা কাদের টার্গেট করে কাজ
> > করা
> > > প্রয়োজন এইরকম অনেক কিছুই বয়সসীমার উপাত্ত থেকে নির্ণয় করা সহজ হবে বলেই
> > আমার
> > > বিশ্বাস।
> > > ---
> > > Shabab Mustafa
> > > Liaison Person
> > > Ubuntu Bangladesh
> > > https://wiki.ubuntu.com/Shabab
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to