এইবার তো হুটহাট করে সব করা হল। প্রতিবছর এমন শুমারী করা যেতে পারে। এবারের ডেটার সীমাবদ্ধতাগুলো আগামীবারে হবে না এমন চেষ্টাই থাকবে। এতে লিনাক্স ব্যবহারকারী বাড়ছে কি না সেটাও জানা যাবে। কোন এলাকায় বেশি বাড়ছে কোথায় বাড়ছে না এটা জেনে কারণ এবং পদ্ধতি অপটিমাইজ করা যেতে পারে।
নতুন ফীল্ড যোগ করার ফলে যাদের ডেটা বাদ গেছে তারা আমাকে Missing data শিরোনামে মেইল করে (mmhza...@gmail.com) জানালে আমি সেগুলো যোগ করে দিতে পারবো; রেফারেন্স হিসেবে আপনার ইমেইল তো থাকলোই, সাথে নামটাও একটু উল্লেখ করে দিয়েন। তবে, সবচেয়ে ভাল হত এডিটিং অপশন দিতে পারলে। কিন্তু সেরকম কিছু এটাতে করা সম্ভব কি না আমার জানা নাই। নিজস্ব একাউন্ট বানালে এডিট করার মত লগইন করানোর সিস্টেম হতে পারে। পরেরবার এরকম একটা সম্পুর্ন সিস্টেম (ওপেনসোর্স সলিউশন থেকে) ব্যবহার করা যেতে পারে। -- শামীম Mobile phone: +8801731 216 486 Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>; সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman> -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd