খুব একটা আহামরি তেমন লাগল না। নতুন থীম, আইকন এসব দিয়ে কি হবে? GNOME-Dictionary বাদ দিলে কি অনেক জায়গা বাঁচবে? আরও রঙচঙে দুটো আইকন দিতে পারবে? ডেভেলপাররা যে কার কথা চিন্তা করে পরিকল্পনা করে কে জানে?
ইউনিটি কি জিনিস? জানতে চাই? হাল বাদ দিয়েছিল আগেই। সেটা অর্থাৎ হাল কি জিনিস তাও জানতে চাই। On 02/11/2010, Shabab Mustafa <tosha...@gmail.com> wrote: > 2010/11/2 Pritimoy Das <pritimoy...@gmail.com> > >> শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, GIMP কেন বাদ পড়বে? মাত্র শেখা শুরু >> করেছিলাম, বেশ মজা লাগছিল :-( >> > > ডিফল্ট হিসেবে আসবে না। রিপো থেকে ইন্সটল করে নেয়া যাবে। GIMP লুসিড থেকেই > ডিফল্ট হিসেবে আসছে না। এর বদলে ভিডিও এডিটর PiTITv আসছে। > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd