শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, GIMP কেন বাদ পড়বে? মাত্র শেখা শুরু করেছিলাম, বেশ মজা লাগছিল :-(
On 11/1/10, Shabab Mustafa <sha...@linux.org.bd> wrote: > অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অরলান্ডো শহরে হয়ে গেল > ন্যাটি নারহোয়েল এর উবুন্টু ডেভেলপারস সামিট বা UDS N। উবুন্টুর ডেভেলপারস > সামিটে সাধারণত পরবর্তী ভার্সনের ডেভেলপমেন্ট সম্পর্কে নানা সিদ্ধান্ত নেয়া হয়। > এবার সামিটেও ঠিক করা হয়েছে উবুন্টু ১১.০৪ এর ডেভেলপমেন্ট রোডম্যাপ। সেই > রোডম্যাপ অনুযায়ী উবুন্টুর পরবর্তী ভার্সনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হচ্ছে: > > ১. রিদমবক্সের পরিবর্তে বানশি (Banshee) হতে যাচ্ছে উবুন্টুর ডিফল্ট মিউজিক > প্লেয়ার > ২. থাকছে ফায়ারফক্স ৪ > ৩. পরীক্ষামূলকভাবে ওপেন অফিসের পরিবর্তে আসছে লিবার অফিস (Libre Office) > ৪. থান্ডারবার্ড এবারও আসছে না। উবুন্টু ১১.১০ এর জন্য বিবেচনা করা হবে > ৫. ডিফল্ট গেমসেগুলোতেও কোন পরিবর্তন আসছে না > ৬. এবার গিম্প (GIMP) এর বদলে পাইটিভি (PiTiTv) থাকছে > ৭. বাদ পড়তে যাচ্ছে GNOME-Dictionary > ৮. আসছে নতুন আইকন এবং থিম প্যাক > > UDS N সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে লঞ্চপ্যাডে: > https://launchpad.net/sprints/uds-n > > --- > Shabab Mustafa > Liaison Person > Ubuntu Bangladesh > https://wiki.ubuntu.com/Shabab > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd