অক্টোবরের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অরলান্ডো শহরে হয়ে গেল
ন্যাটি নারহোয়েল এর উবুন্টু ডেভেলপারস সামিট বা UDS N। উবুন্টুর ডেভেলপারস
সামিটে সাধারণত পরবর্তী ভার্সনের ডেভেলপমেন্ট সম্পর্কে নানা সিদ্ধান্ত নেয়া হয়।
এবার সামিটেও ঠিক করা হয়েছে উবুন্টু ১১.০৪ এর ডেভেলপমেন্ট রোডম্যাপ। সেই
রোডম্যাপ অনুযায়ী উবুন্টুর পরবর্তী ভার্সনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হচ্ছে:

১. রিদমবক্সের পরিবর্তে বানশি (Banshee) হতে যাচ্ছে উবুন্টুর ডিফল্ট মিউজিক
প্লেয়ার
২. থাকছে ফায়ারফক্স ৪
৩. পরীক্ষামূলকভাবে ওপেন অফিসের পরিবর্তে আসছে লিবার অফিস (Libre Office)
৪. থান্ডারবার্ড এবারও আসছে না। উবুন্টু ১১.১০ এর জন্য বিবেচনা করা হবে
৫. ডিফল্ট গেমসেগুলোতেও কোন পরিবর্তন আসছে না
৬. এবার গিম্প (GIMP) এর বদলে পাইটিভি (PiTiTv) থাকছে
৭. বাদ পড়তে যাচ্ছে GNOME-Dictionary
৮. আসছে নতুন আইকন এবং থিম প্যাক

UDS N সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে লঞ্চপ্যাডে:
https://launchpad.net/sprints/uds-n

---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] ন... Shabab Mustafa

Reply via email to