প্রিয় দূর্লভ >> আমার ল্যান ওয়ার্কগ্রুপ বেসড, প্রায় ১৯০-২০৫টার মত ক্লায়েন্ট পিসি, এর মধ্যে > কয়েকটা ছাড়া বাকি সবই "জানালা"তে চলে [কিছু করার নাই, পোলাপান বেশি গেম > খেলে...:(..] >
বিশাল নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্কে সিকিউরিটি প্রবলেম খুব বেশি হবার সম্ভাবনা। যাই হোক ঘাবড়ানোর কিছুই নাই। আমরা পুরো বন্টু-মিন্টু পরিবার আছি তোমার সাথে। > ল্যানের সবগুলো পিসির শেয়ার্ড ফোল্ডার একসাথে দেখার কোন সফটওয়ার আছে কি? > পোর্ট > > স্ক্যানার দিয়ে এলাইভ হোস্ট ফিল্টার করা যায়, এংরি আইপি স্ক্যানার দিয়েও তা > করা > > যায়, কিন্তু সরাসরি শেয়ার্ড ফোল্ডার ফিল্টার করতে পারে...(যেমন উইন্ডোজে ইউজ > > করতাম নেটওয়ার্ক স্ক্যানার....ওয়াইন দিয়ে এই সফটওয়ার চালানো গেলেও, কোন > পিসিই > > খুজে পায় না), এমন ধরনের একটা সফটওয়ার খুবই দরকার। > > > >>উত্তরের অপেক্ষায়, এই জিনিসটাই বেশি দরকার। > তুমি কি 'সাম্বা' নামক কোন বন্তুর সাথে পরিচিত? যদি এখনো না হও তো তোমার এই 'ফালুদা' মার্কা নেটওয়ার্কের জন্য এটার ব্যবহার 'ওয়াজিব'। ডিফল্ট ফাইল ম্যানেজার দিয়েই তাহলে নেটওয়ার্কে ফাইল/ফোল্ডার/প্রিন্টার/স্ক্যানার শেয়ার করা যাবে। > আগে উপেরর তথ্য গুলো জেনে নি তারপর গুগল মামার সাহায্যে আশা করি আপনার মনমতো > কিছু একটা ম্যানেজ করে দিতে পারবো। আর উবুন্টুতে কোন নেটওয়ার্ক শেয়ার ফোল্ডারে > একবার এক্সেস করলে সেটা সিস্টেম লাইফটাইম অথবা সিঙ্গেল সেশন অটোমাউন্ট করে > রাখার ব্যবস্থা আছে। আশা করি এটা দিয়েই আপনার কাজ চলে যাবে। > > এমনিতে নেটওয়ার্ক সার্ভারে আলাদা আলাদা ভাবে সবগুলো উইন্ডোজ শেয়ার্ড ফোল্ডারে > > ঢোকা যায়, কিন্তু কয়েকটিতে আবার ঢোকা যায় না, কারন কি, কারো জানা আছে কি??? > > > > এই সমস্যার কারন ঐ পিসিগুলো আপনার ডোমেইনের অন্তর্ভুক্ত নয় কিংবা শেয়ার > ফোল্ডারের পারমিশানে ভুল আছে। > >>হুম্ম, বুঝলাম।সমাধানের ব্যাবস্থা তার মানে আমার হাতে না। > > বোঝ নাই। সমস্যার সমাধান তোমার হাতেই। 'কামলা' হিসেবে শুধু 'সাম্বা' কে প্রয়োজনীয় তথ্য বলে দিতে হবে। ব্যস কেল্লা ফতে। > কয়েকদিন আগে crossover দিয়ে অফিস ২০০৭ ইন্সটল করলাম, কিন্তু কোন ফাইল সরাসরি > > ডাবল ক্লিকে ওপেন করা যায় নে, একটা > > মেসেজ আসে, Your anti-virus does not seem to be working, or it could not > > scan the /home/durlav/Desktop/.........docx file for some reason. Do u > want > > to continue anyway? এখানে কন্টিনিউ দিলেও কিছুই হয় না, ওয়ার্ড application > > panelথেকে ওপেন করে তারপরে ওপেন ফাইলের মাধ্যামে ওপেন করতে হয়। এর সমাধান > > কি??? > ক্রসওভার কিংবা ওয়াইন কোন সঠিক আর বিশ্বস্ত সমাধান কোন দিনই নয়। > আর একটাই সমস্যা, সেদিন amarok আর KD Player install করলাম। ঠিকঠাক মত সব > কিছুই হল, কিন্তু এই দুই প্লেয়ারের কেউই কোন মিডিয়া চালাতে পারে না, কেডিই বেসড > প্রোগ্রাম কি জিনোমে চলেই না নাকি??? চলার কথা বলেই তো জানি! > > আমার জানামতে KD Player বলে কিছু জানা নেই। KM Player নামে একটা আছে। আর > ইন্সটল > যেহেতু হয়েছে তাই গ্নোম এনভায়রনমেন্টেই চলবে ওই সফটগুলো। আর মিডিয়া চালাতে > পারেনা এর কারন আপনার মিডিয়া গুলো যেমন mp3, avi, mpeg, dat এই সব > এক্সটেনশানের > ফাইলগুলো রেস্ট্রিকটেড কোডেক বহনকারী মিডিয়া আর তাই এগুলো চালাতে দরকার > ubuntu-restricted extras। কষ্ট করে সিন্যাপটিক থেকে খুঁজে নিয়ে ইন্সটল করে > নিন। আশা করি তারপর খালি "মজাই মজা"। > > >> ভাইয়া, রেস্ট্রিক্টেড কোডেক ইন্সটল সবার প্রথমেই করেছি, অনেক আগেই। তাও কেন > যে এই সমস্যা, সেটাই বুঝতে পারছি না। আর হ্যা, ওটা KM Player হবে। > ভিএলসি প্লেয়ার/রিয়েল প্লেয়ার কিংবা এসএম প্লেয়ার ব্যবহার করেন। দেখেন সমস্যা মেটে কিনা। সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ সবাইকে....:) Hail Linuxing -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd