চরম./ ফোরাম এ এটা কবিতা হিসাবে চালিয়ে দেয়া যায় :প
2010/10/4 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > প্রিয় দুর্লভ > > > > > ল্যান সংক্রান্ত কয়েকটি ঝামেলায় আছি। > > > > আপনার ল্যানটা সার্ভার বেজড/ওয়ার্কগ্রুপ বেজড/মিক্সড? সার্ভার বেজড হলে > কতগুলো > ক্লায়েন্ট পিসি? কতগুলো 'লিনাক্সে' চলে আর কতগুলো 'জানালা'তে? সার্ভার ওএস > কি? > > > > ল্যানের সবগুলো পিসির শেয়ার্ড ফোল্ডার একসাথে দেখার কোন সফটওয়ার আছে কি? > পোর্ট > > স্ক্যানার দিয়ে এলাইভ হোস্ট ফিল্টার করা যায়, এংরি আইপি স্ক্যানার দিয়েও > তা করা > > যায়, কিন্তু সরাসরি শেয়ার্ড ফোল্ডার ফিল্টার করতে পারে...(যেমন উইন্ডোজে > ইউজ > > করতাম নেটওয়ার্ক স্ক্যানার....ওয়াইন দিয়ে এই সফটওয়ার চালানো গেলেও, কোন > পিসিই > > খুজে পায় না), এমন ধরনের একটা সফটওয়ার খুবই দরকার। > > > > আগে উপেরর তথ্য গুলো জেনে নি তারপর গুগল মামার সাহায্যে আশা করি আপনার মনমতো > কিছু একটা ম্যানেজ করে দিতে পারবো। আর উবুন্টুতে কোন নেটওয়ার্ক শেয়ার > ফোল্ডারে > একবার এক্সেস করলে সেটা সিস্টেম লাইফটাইম অথবা সিঙ্গেল সেশন অটোমাউন্ট করে > রাখার ব্যবস্থা আছে। আশা করি এটা দিয়েই আপনার কাজ চলে যাবে। > > এমনিতে নেটওয়ার্ক সার্ভারে আলাদা আলাদা ভাবে সবগুলো উইন্ডোজ শেয়ার্ড > ফোল্ডারে > > ঢোকা যায়, কিন্তু কয়েকটিতে আবার ঢোকা যায় না, কারন কি, কারো জানা আছে > কি??? > > > > এই সমস্যার কারন ঐ পিসিগুলো আপনার ডোমেইনের অন্তর্ভুক্ত নয় কিংবা শেয়ার > ফোল্ডারের পারমিশানে ভুল আছে। > > আরও ছোটখাট কিছু সমস্যায় আছি। সেদিন ক্ল্যাম এভি এন্টিভাইরাস ইন্সটল করলাম, > > কিন্তু আপডেট করতে পারছি না, ভাইরাস ডাটাবেজ ডিরেক্টরিতে /var/lib/clamav > can't > > open this directory বলছে। আপডেটও করা যাচ্ছে না। > > > > এটার প্রয়োজনীয়তাটা কি জানতে পারি? আপনার লিনাক্স সার্ভারে হোস্ট করা > উইন্ডোজ > অ্যাপ্লেকিশান/ওয়েব অ্যাপ্লিকেশনে যেন ক্ষতিকারক ভাইরাস/স্প্যাম অ্যাটাক করে > পরবর্তীতে আপনার ঐ অ্যাপ্লিকেশান ব্যবহারকারী 'জানালা' ক্লায়েন্টগুলোতে > ক্ষতিসাধন না হয় সেজন্যই এই অ্যান্টিভাইরাস। এটা লিনাক্সের কোন > অ্যান্টিভাইরাস > না। আর লিনাক্সে আপনি অনুমোদন না দিলে কোন ভাইরাসই, কখনোই কোন ক্ষতিসাধন করতে > পারবে না। > > কয়েকদিন আগে crossover দিয়ে অফিস ২০০৭ ইন্সটল করলাম, কিন্তু কোন ফাইল সরাসরি > > ডাবল ক্লিকে ওপেন করা যায় নে, একটা > > মেসেজ আসে, Your anti-virus does not seem to be working, or it could not > > scan the /home/durlav/Desktop/.........docx file for some reason. Do u > want > > to continue anyway? এখানে কন্টিনিউ দিলেও কিছুই হয় না, ওয়ার্ড > application > > panelথেকে ওপেন করে তারপরে ওপেন ফাইলের মাধ্যামে ওপেন করতে হয়। এর সমাধান > > কি??? > > > > কোন দরকার ছিলো কি? ফ্রি আর ওপেনসোর্সের মধ্যে চোরাই সফটের ব্যবহার করার? > আর এখানে আপনার ইন্সটল প্রসেসে কিছু ভুল ছিলো। সমস্যটা সেজন্যই। > > > > আর একটাই সমস্যা, সেদিন amarok আর KD Player install করলাম। ঠিকঠাক মত সব > > কিছুই হল, কিন্তু এই দুই প্লেয়ারের কেউই কোন > > মিডিয়া চালাতে পারে না, কেডিই বেসড প্রোগ্রাম কি জিনোমে চলেই না নাকি??? > চলার > > কথা বলেই তো জানি! > > > > আমার জানামতে KD Player বলে কিছু জানা নেই। KM Player নামে একটা আছে। আর > ইন্সটল > যেহেতু হয়েছে তাই গ্নোম এনভায়রনমেন্টেই চলবে ওই সফটগুলো। আর মিডিয়া চালাতে > পারেনা এর কারন আপনার মিডিয়া গুলো যেমন mp3, avi, mpeg, dat এই সব > এক্সটেনশানের > ফাইলগুলো রেস্ট্রিকটেড কোডেক বহনকারী মিডিয়া আর তাই এগুলো চালাতে দরকার > ubuntu-restricted extras। কষ্ট করে সিন্যাপটিক থেকে খুঁজে নিয়ে ইন্সটল করে > নিন। আশা করি তারপর খালি "মজাই মজা"। > > ওহো, আরও একটা সমস্যা ছিল!!!... আমার Samsung D830 মোবাইল কানেক্ট করলে > > নেটওয়ার্ক কানেকশানে কানেকশান এভেইলেবল দেখালেও, কানেক্ট করতে পারে > না!....কোন > > মেসেজ় ও পাই না!..... এর সমাধানই বা কি??? অন্য মোবাইলে আবার ঠিকই পারে! > > > সবডাটা ব্যাকআপ করে নিয়ে আপনার মুঠোফোনটাকে ফ্ল্যাশ করে নিন তারপর চেষ্টা > করুন। > আমি ধারনা করছি মুঠোফোনটি ভাইরাসে আক্রান্ত। > > > > আর আমার ফ্রেণ্ড উবুন্টুর প্যানেল থেকে বেশ কিছু অপশন ভুলে ডিলিট করে ফেলে, > > উবুন্টুতে সিস্টেম ডিফল্টের কোন কমান্ড ব্যাবহার করা যায় কি, যাতে ডিফল্ট > যেসব > > অপশনে পুনরায় ফেরত আসা যায়???? > > > > আপনার উক্ত ডেস্কটপের কতগুলো স্ক্রিনশট নিয়ে কোন ফ্রি ইমেজ সার্ভারে হোস্ট > করে, > তারপর সেটার লিংক দিয়ে দিন এখানে। সমস্যাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। > > > > সবাইকে ধন্যবাদ, ভাল থাকবেন সবাই।..........:) [গত ২৮শে সেপ্টেম্বর পোষ্ট > > করেছিলাম, কিন্তু সার্ভার সমস্যার কারনে যায় নি, আশা করছি এবার যাবে....:)] > > > > > আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন। মুক্তসোর্সযুক্ত আর মুক্ত সফটওয়্যারের সাথেই > থাকুন। > > Hail Linuxing > > -- > রিং > মুঠোফোনঃ+8801671411437 > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/ > > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd