Hi Thanks for sharing your problem.
2010/10/4 Durlav <kibriadur...@yahoo.com>: > > > ল্যান > সংক্রান্ত কয়েকটি ঝামেলায় > আছি। ল্যানের সবগুলো পিসির > শেয়ার্ড ফোল্ডার একসাথে দেখার > কোন সফটওয়ার আছে কি? পোর্ট > স্ক্যানার দিয়ে এলাইভ হোস্ট > ফিল্টার করা যায়, এংরি > আইপি স্ক্যানার দিয়েও তা করা > যায়, কিন্তু সরাসরি > শেয়ার্ড ফোল্ডার ফিল্টার > করতে পারে...(যেমন উইন্ডোজে ইউজ করতাম নেটওয়ার্ক স্ক্যানার....ওয়াইন দিয়ে এই > সফটওয়ার চালানো গেলেও, কোন পিসিই খুজে পায় না), এমন > ধরনের একটা সফটওয়ার খুবই > দরকার। > > এমনিতে > নেটওয়ার্ক সার্ভারে আলাদা > আলাদা ভাবে সবগুলো উইন্ডোজ > শেয়ার্ড ফোল্ডারে ঢোকা যায়, > কিন্তু কয়েকটিতে > আবার ঢোকা যায় না, কারন > কি, কারো জানা আছে > কি??? > This is different issue, not related to your Desktop Directly. To find out the problem of windows shared folder, you need to see the configuration in network server. Specialty which group and user are permit to access. > > > > আরও > ছোটখাট কিছু সমস্যায় আছি। > সেদিন ক্ল্যাম এভি এন্টিভাইরাস > ইন্সটল করলাম, কিন্তু > আপডেট করতে পারছি না, ভাইরাস > ডাটাবেজ ডিরেক্টরিতে > /var/lib/clamav can't open this directory বলছে। > আপডেটও করা যাচ্ছে না। > Make sure /var/lib/clamav is directory exist. If not, create on and give proper permission, if yes then check the permission and ownership. > কয়েকদিন > আগে crossover দিয়ে অফিস > ২০০৭ ইন্সটল করলাম, কিন্তু > কোন ফাইল সরাসরি ডাবল ক্লিকে > ওপেন করা যায় নে, একটা > মেসেজ আসে, Your anti-virus does not seem to be > working, or it could not scan the /home/durlav/Desktop/.........docx > file for some reason. Do u want to continue anyway? এখানে > কন্টিনিউ দিলেও কিছুই হয় না, > ওয়ার্ড application > panelথেকে ওপেন করে > তারপরে ওপেন ফাইলের মাধ্যামে > ওপেন করতে হয়। এর সমাধান কি??? > This is related to antivirus. As your antivirus is corrupted, it will behave abnormally. > > আর একটাই > সমস্যা, সেদিন > amarok আর KD Player > install করলাম। ঠিকঠাক > মত সব কিছুই হল, কিন্তু > এই দুই প্লেয়ারের কেউই কোন > মিডিয়া চালাতে পারে না, > কেডিই বেসড প্রোগ্রাম > কি জিনোমে চলেই না নাকি??? > চলার কথা বলেই তো > জানি! > You need to download / install proper decoder / codec to view the file. In this area I know a little. > > ওহো, > আরও একটা সমস্যা > ছিল!!!... আমার Samsung > D830 মোবাইল কানেক্ট > করলে নেটওয়ার্ক কানেকশানে > কানেকশান এভেইলেবল দেখালেও, > কানেক্ট করতে পারে > না!....কোন মেসেজ় > ও পাই না!..... এর > সমাধানই বা কি??? অন্য মোবাইলে আবার ঠিকই পারে! আর আমার ফ্রেণ্ড উবুন্টুর > প্যানেল থেকে বেশ কিছু অপশন ভুলে ডিলিট করে ফেলে, উবুন্টুতে সিস্টেম ডিফল্টের > কোন কমান্ড ব্যাবহার করা যায় কি, যাতে ডিফল্ট যেসব অপশনে পুনরায় ফেরত আসা > যায়???? > I mainly use CentOS so I can't give any hints on this. Please wait anyone from list will give you answer. > > > সবাইকে > ধন্যবাদ, ভাল > থাকবেন সবাই।..........:) [গত ২৮শে সেপ্টেম্বর পোষ্ট করেছিলাম, কিন্তু সার্ভার > সমস্যার কারনে যায় নি, আশা করছি এবার যাবে....:)] > > দুর্লভ,গাজীপুর, আইইউটি। > -- Ahamed Bauani http://blog.bauani.org/ > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd