2010/8/25 Salim Reza Newton <salimrezanew...@gmail.com> > ... এবং শাবাব মুস্তাফাকে সালাম জানাই। (বানান কি ঠিক হলো?) > জ্বি, নামটা একদমই ঠিক ধরেছেন।
যদি কিছু মনে না করেন তবে একটু অফটপিক একটা কথা জিজ্ঞেস করি? কথাটা গত কয়েকদিন ধরেই খোঁচাচ্ছে। আচ্ছা আমরা কি ২০০৮ এর মার্চ সেন্ট মার্টিনস দ্বীপে পৌঁছবার ফেরি 'কুতুবদিয়া'য় সফরসঙ্গী ছিলাম? সেখানে যদিও আপনার সাথে সরাসরি কথা হয়নি, তবে আমার সাথের এক বন্ধু বলছিল আপনিই নাকি সেই। (দুলালদা আবার সেই বন্ধুর (সম্ভবত) পিসতুতো ভগ্নিপতি)। নাকি আমি আবার অন্য কারো সাথে গুলিয়ে ফেললাম? :( -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd