বিজয়ের ফন্টগুলো ইনস্টল করে নিন। তবে ফাইলগুলো পড়তে পারবেন। আর যতদিন না বিজয়
নিজেরা লিনাক্সের জন্য কিবোর্ড বানাচ্ছে ততদিন এডিট করতে পারার মত বৈধ কোন উপায়
নাই।
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


2010/8/20 ajom mahmud <ajom...@gmail.com>

> প্রিয় সকল,
> আমি আমার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহার করাকালিন বিজয় দিয়ে অনেক বাংলা
> ডকুমেন্ট লিখেছিলাম।
> এবং এগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু সেই ডকুমেন্টগুলো
> আমি উবুন্টুতে ব্যবহার করতে পারি না।
> সবগুলো বাংলা লেখা অন্য রকম হয়ে যায়। যা আপনারা সবাই জানেন।
> আমি কি কোন মতেই আগের ফাইল গুলো উবুন্টুতে ব্যবহার করতে পারবো না? আমি
> লেখাগুলো
> ইউনিজয়ে কনভার্ট করতে পারি।
> কিন্তু টোটাল ডকুমেন্ট যদি প্রপারলি ওপেন করা যেতো তাহলে কতো ভালো হতো।
> আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ইউজার রয়েছেন যারা বিজয়ে অজস্র ডকুমেন্ট লিখে
> রেখেছেন তাদের জন্য কি উবুন্টুতে কোন
> সাপোর্ট নেই?
> এই ব্যাপারে বিস্তারিত সাহায্য চাই।
>
> ভালো থাকবেন সবাই।
>
> বিণত
> আজম মাহমুদ
> ০১১৯৯৩৫১৫৪৬
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] আ... ajom mahmud
    • Re: [Ubu... Shabab Mustafa
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... Shabab Mustafa
          • ... Abir Sadik
          • ... ajom mahmud
          • ... Salim Reza Newton
            • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
              • ... Salim Reza Newton
            • ... Shabab Mustafa
        • ... ajom mahmud
        • ... Ripon Majumder

Reply via email to