রিং ভাই, আপনার দেয়া পরামর্শ খুব কাজে লাগলো। উবুন্টুকে আরো ভালো লেগে গেলো। সেই সাথে এখানকার সকল সাহায্যপ্রেমী লোকদেরও...
শুভেচ্ছাসহ আজম মাহমুদ 2010/8/20 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > আজম ভাই > > বিজয়ের ফন্টগুলো ইন্সটল করতে আপনি আপনার বিজয়ের সিডি থেকে বা ব্যাকআপ ফোল্ডার > থেকে ফন্টের ফাইলগুলো সব কপি করে নিন। ফাইলগুলো সিলেক্ট করার সময় সতর্ক হোন। > কেননা বিজয়ের ফন্ট ফোল্ডারটাতে দুটো .exe ফাইল ও থাকে। ওগুলো দিয়ে ফন্ট, > 'জানালা'তে ইন্সটল করা হয়। এবার কপি করা ফন্টগুলো আপনার উবুন্টুতে ইন্সটল করতে > টার্মিনাল খুলে কমান্ড দিনঃ > > *sudo nautilus* > > পাসওয়ার্ড চাইবে। আপনার পাসওয়ার্ড দিন। এবার যে উইন্ডো খুলবে তাতে > /usr/share/fonts/truetype ফোল্ডার খুঁজে নিয়ে এর মধ্যে পেস্ট করে দিন। এরপর > টার্মিনালে ফির গিয়ে Ctrl+c চাপুন। তারপর সিস্টেমটা রিবুট করে আসুন। আশা করি > এবার আপনি আপনার বিজয়ে লেখা নথিসমূহ পড়তে পারছেন। > > বিশেষ সতর্কীকরণঃ এই পদ্ধতিতে আপনি ওপেনঅফিস ব্যবহার করে বিজয়ে লেখা নথিসমূহ > দেখিতে কিংবা পড়িতে পারিলেও কোনরূপ পরিবর্তন সাধন করিতে পারিবেন না। আর যদি > তাহা করেন তো সেখানে দেখিতে পাইবেন আপনার সিস্টেমের ইউনিকোড কোন ফন্টের > চেহারা। > তাই যা করিবেন বুঝিয়া শুনিয়া করিবেন। > > ধন্যবাদ > > > -- > রিং > মুঠোফোনঃ+8801671411437 > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা > ঢাকা-১০০০। > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/ > > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd