শাবাব ভাই
সালাম
অাপনার চমৎকার চমৎকার কথা, উপমা, বুদ্ধিদীপ্ত অাইডিয়া অামাকে ভীষনভাবে অাকৃস্ট
করে। অাপনার পারশনালিটিই এমন যে কেউ ধারনাই করতে পারবেনা কতটা জ্বর নিয়ে কতটা
অসুস্থতা নিয়ে হেসে, গেয়ে দশর্ক মাতিয়ে সেদিন অনুষ্ঠান টি সাকসেসফুল করতে
ভুমিকা রাখনেল। হয়তো শারিরিক অসুস্থতার জন্য অনুস্ঠানের পর কিছুটা সাইলেন্ট
ছিলেন। এরই মধ্যে এক ব্যক্তি, অার এক মহান ব্যক্তিকে পচানোর জন্য উঠে পরে
লাগলো, যা ছিল এত বিরক্তিকর যে অামি মেইল চেক করা বন্ধ করে দিয়েছিলাম। অথচ
উবুন্ত বিডির বিভিন্ন থ্রেড গুলো ছিল  ভীষন পছন্দের। অামি শেয়ার করতে না পারলেও
বিভিন্ন জনের বিভিন্ন সম্যস্যা  ও সমাধান অামি উপভোগ করতাম। অাপনি বা অাপনারা
যথা সময়ে যথা ব্যবস্থা গ্রহন করতে পারলে হয়তো এতদুর গড়াতে পারতোনা। অাপনাদের
কাছে অামার অাকুল অাবেদন গাজী ভাইয়ের ব্যাপারটি যথাযথ ভাবে সমাধান করেন। উবুন্ত
বিডি কে বাংলাদেশের নোংরা রাজনিতির সাথে মিলতে দেয়া য়াবেনা। তদন্ত কমিটি করে তা
কখনো প্রকাশ না করার রাজনিতি থেকে বের হতে হবে। অামার তো মনে হয় "জানালা"র চর
ঢুকে পরেছে। বিচক্ষনতার সাথে অাগাতে হবে। অাপনাদের নেতৃত্তের সফতলা কামনা করছি।




-- 
Z.M. Mehdi Hassan
Managing Director
Digital Watch Limited
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to