গাজী ভাই আপনাকে অনেক থাঙ্কস. এইধরনের মানুষদের বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হতে হবে. নাহলে উবুন্টু bd বাংলাদেশের রাজনীতির মত জঘন্য আকার ধারণ করবে,
2010/7/29 Kazi Md. Shahidul Haque Gazi <shahidul_...@y7mail.com> > প্রিয় উবুন্টু বিডির টিম লিডার ভাইয়েরা, > > সবাই আমার সালাম নিবেন।আশা করি সবাই ভাল আছেন।আমি একটি বিষয় সবাইকে জানাতে > চাই,যা > মূল বিষয় থেকে ভিন্ন ...আমি মেইলিং লিস্টে ভিজিবল না, তবে আমি গত কয়েকটি > উবুন্টু বিডি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। সেই কারণে > বন্টু-মিন্টুর > আড্ডা উপলখ্যে আমাকে ডাকা হয়েছিল কাজ করার জন্য। আমি গত ২১ তারিখের > সেচ্ছাসেবকদের মিটিংয়েও উপস্থিত ছিলাম। > > এই লিষ্টের কারো কারো মেইল আমার কাছে ভাল লাগলে আমি আমার মত প্রকাশ করেছি। > সেইদিন > যখন কাজ নিয়ে কোন অংশ কে করবে তা নিয়ে যখন ভোটাভুটি হয়েছিল, আমিও সবার মত > আমার > নিজের মতামত জানিয়ে ছিলাম। > কিন্তু দুঃখের কথা এই যে এই লিস্টেরই একজন সিনিয়র ভাই আমাকে ব্যক্তিগতভাবে > মেসেঞ্জারে অই দিন কেন আমি তাকে ভোট দেই নাই, কেন তার মেইল বাদ দিয়ে অন্য > আরেকজনের > মেইলকে আমি ভাল বলেছি,তার ব্যক্তিগত এক জনের সাথে জগড়া হওয়ার কারনে অই > ব্যক্তির > পরামশে নাকি তার বিরুদ্দে লেগেছি ইত্যাদি বিষয়ে চার্জ করছেন। আমাকে বলছেন যে > আমি > উবুন্টু বিডির কেউ না। আমাকে খালি চা বিক্রির জন্য ডাকা হয়।ও উবুন্টু বিডি > লিস্টে > আমি থাকতে পারব কি না বলে হুমকি দিয়েছেন। > > আমি সবসময় মনে করেছি যে উবুন্টু বিডি আমারও সংগঠন। উবুন্টু বিডির কোন কাজে > সাহায্য করতে পারলেই আমার নিজের কাছে অনেক ভাল লাগে।অনুষ্ঠানে আমাকে যা করতে > বলা > হয়ছে আমি তা আমার সাধ্যমত করার চেষ্টা করেছি।এই ব্যাপার নিয়ে যদি ব্যঙ্গ করে > তাচ্ছিল্য করা হই তবে নতুনেরা কেও কাজ করতে আসবে না,সবাই আগ্রহ হারিয়ে > ফেলবে... > > আমার মনে হয়, আমাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাওয়াটা উচিৎ। আমি জানি > না আরো > কেউ এই রকম পরিস্থিতির স্বীকার হয়েছেন কিনা।তবে আমার কাছে মনে হয়েছে যে > সবারই এই > ব্যাপারটা জানার দরকার আছে তাই পোস্ট করলাম। যদি কাউকে বিরক্ত করে থাকি তাহলে > দয়া > করে কিছু মুনে করবেন নাহ। > > > আর আমার সাথে তার হওয়া কথাবার্তার প্রমানও আমার কাছে আছে। আমি তা টিম > লিডারদের > কাছে পাঠায় দিচ্ছি। তারা যা ভাল মনে করেন তাই করবেন। আমি মনে করি আমাদের > সবারই > উবুন্টুর কথা ছড়িয়ে দেয়া উচিত ও একসাথে ছোটবড় বেধাবেদ না রেখে কাজ চালিয়ে > যাওয়া > উচিত এবং এইজন্য যদি সামান্যতম সহযোগীতাও কখনও করতে পারি তবে আমি তা করার > চেষ্টা > করব। > > > বিষয়টি বিচার বিশ্লেষণ করে দেখার জন্য অনুরোধ করছি... > > অনুরোধে... > > <<< গাজী >>> > > > > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd