> > আমার আয়োজিত অনুষ্ঠানেও নেইনি। আমার আয়োজিত
অনুষ্ঠানে আমার ছোটভাইদের অক্লান্ত পরিশ্রমেই সব সম্ভব হয়েছিল। ন্যূনতম খরচে কী করে অনুষ্ঠান করা যায় তার নজীর ছিল আমার অনুষ্ঠানটি। avabe "amar" use kortesen ken? onusthan ayojon korse shobai mile, ar apni shetake nijer bole jahir kortesen. ghotona to valo lagtese na. 2010/7/26 Abir Sadik <abir.sa...@gmail.com> > holy crap u guys sold the dvd for 60 tk??? sad. how much is a 700 mb blank > dvd...too much profit made. and people who bought cant even install it. > listen, canonical does not have the time to go after little communities like > us. they have better things to do. theres hundreds of customized ubuntus out > there. nobody cares..,.,.,.,. > > 2010/7/26 Lenin <le...@phpxperts.net> > >> 2010/7/27 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> >> >> >> > কেননা >> > ডিভিডিগুলো রাইট করা হয়নি বরংচ ক্যানোনিক্যাল সহ তাবৎ বড় বড় প্রতিষ্ঠান >> তাদের >> > সফটওয়্যার ডিভিডিগুলো যেভাবে ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ কাঁচামাল থেকে >> সরাসরি >> > ডাটাসহ ডিভিডি তৈরি করে ঠিকই একই প্রক্রিয়া আমাদের এই উবুন্টু আর মিন্ট এর >> > কাস্টম ডিভিডিগুলো তৈরী হয়েছে। >> > >> এ কাজটি আপনি একাই করেননি। কাস্টম রিপো করা আমাদের দেশের অনেক ছেলেরাই >> নিয়মিত >> করে থাকে। আর প্রফেশনাল বার্নিংও। ম্যানুফ্যাকচারিং এরর হয়েই থাকে। সেখানে >> ক্যানোনিকালের সাথে তুলনার পর্যায়ে আপনি যাননি কথাটা মনে রাখবেন। যার >> ডিভিডিটি >> খালি গেছে সে আপনাকে অলরেডি ফোন করার কথা। আর একটি দুটি খালি যাওয়ার ঘটনা এর >> আগেও হয়েছে। সেটি তেমন বড় ইস্যু মনে করিনা। >> >> >> > >> > >> > ভুল করার দায়ভার কেউ এড়িয়ে যায়নি, যাচ্ছেও না। শাবাবকে অকারনে দোষারোপ >> না করে >> >> > কিঞ্চিৎ বিচার বুদ্ধির প্রযোগ ঘটান সবারই উপকার হবে। আর মেইলিং লিস্টে >> > আক্রমনাত্মক কথাবার্তা পরিহার করুন। শুধু আপনিই না এই উবুন্টু বিডি ফোরামে >> > কেউই >> > কারো চাকরি করে না। সবাই সেচ্ছাসেবী। >> > >> >> শাবাবকে একা দোষারোপ করা হচ্ছেনা। যারটা সেই উত্তর দেবেন আশা করা যায়। সবার >> >> বুদ্ধির এতো অভাব ধরে নিচ্ছেন কেনো জনাব? আপনার সমস্যাটি কোনখানে? >> >> >> > মিন্টের ডিভিডি কিংবা উবুন্টু ডিভিডি গুলোতে কোন সমস্যা নেই। উবুন্টুরও >> > শুধুমাত্র লাইভ ডিভিডি রযেছে। এটা উবুন্টুর সমস্যা না বরংচ ইন্সটল না করেই >> > চালিয়ে পরীক্ষা করে দেখার একটা উপায় মাত্র। আপনার জানা থাকলে আপনি বরংচ >> এই >> >> > থ্রেডে বারংবার ব্যঙ্গাত্নক সমালোচনা না করে কিভারে ubiquity র >> রিপ্লেসমেন্ট >> > ইন্সটলার কে একীভুত করে আরেকটা ডিভিডি তৈরী করা যায় সেই সমাধান দিলে ভালো >> হয়। >> > >> >> আপনার মতো সবজান্তার জ্ঞান আমার জানামতে কারোই প্রয়োজন হয়না। আমি এতো কিছু >> >> জানিনা। আমি এটা বুঝি যে কেউ আপনার তথাকথিত খেলনা কিনতে আসেননি। >> বেহায়া না হলে আবার এব্যাপারে আমার অজ্ঞতার প্রশ্ন তুলতেন না। >> >> > >> > কোন রকম স্পন্সর ছাড়াই এরকম উদ্যোগ আবারো আপনি নেবেন বা কাউকে নেবার >> পরামর্শ >> > দেবেন কিনা জানিনা তবে আমি এই উদ্যোগ বজায় রাখবে এ ব্যাপারে আপনি নিশ্চিত >> > থাকতে >> > পারেন। আমি ইতোমধ্যে আগামী ডিস্ট্রোর কাজ শুরু করে দিয়েছি যাতে করে এবারের >> ভুল >> > গুলো শুধরে নিয়ে সবাইকে একটা চমৎকার ডিস্ট্রো উপহার হিসেবে দিতে পারি। >> উবুন্টু >> > ৪.১০ থেকে ১০.০৪ এ যে উন্নতি টুকু ঘটেছে সেই সময়টুকু তো আর পার হয়ে >> যায়নি। তাই >> >> > অপেক্ষা করুন নতুন কাস্টম ডিভিডি আসার আশা করি সামনের বার আপনাকে এই >> > মন্তব্যগুলো করার সুযোগ দেবো না। >> > >> সম্পূর্ণ স্পন্সর বিহীনভাবে আমিই গত বছর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম এবং >> এবছরও তার ধারাবাহিকতা বজায় রাখার কথা ছিলো। সুতরাং নিজেকে বিশ্বসেরা বলে >> জাহির করার চেষ্টা কমান। আমি জাহিরি পর্যায়ের নই বলেই আমাকে বড় করে দেখানোর >> মতো ঘৃণ্য কোনো উদ্যোগ আমার আয়োজিত অনুষ্ঠানেও নেইনি। আমার আয়োজিত >> অনুষ্ঠানে আমার ছোটভাইদের অক্লান্ত পরিশ্রমেই সব সম্ভব হয়েছিল। ন্যূনতম খরচে >> কী করে অনুষ্ঠান করা যায় তার নজীর ছিল আমার অনুষ্ঠানটি। >> যেখানে ফ্রি ওপেনসোর্সের প্রচার করবো সেখানে নিজের প্রচার বা কারো দয়া >> দাক্ষিন্য নেবার দরকার কি? যদি এমনিতেই সম্ভব হয়? >> >> >> আমার ঘৃণা হচ্ছে আপনার এই নীচে নামা কথাগুলোর উত্তরও নীচে নেমে দিতে হচ্ছে >> বলে। >> >> >> > >> > আমি দুঃখিত যে আপনাকে কখনও কখন অত্যন্ত আপন ভেবে 'তুমি' বলে সম্বোধন >> করেছিলাম। >> > সেটা অসতর্কতাবশতঃ। তবে এটুকু সর্বসম্মুখে আলোচনায় এনে আপনি যথেষ্ট >> বিজ্ঞজনের >> > পরিচয় দিলেন। দেখে ভালো লাগলো। >> > >> আপনার অপরিচিত সবাইকেই আপন মনে হয় কীভাবে তার ব্যাখ্যাই তো অস্বাভাবিক। >> যেখানে >> ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ তার সংশোধন ঘটায় না তার জন্য কী করা? আমি তো আর >> >> উত্তরে 'তুমি' বা 'তুই' সম্বোধন করতে পারিনা। বরং আমার ছোটদেরকেও আমি আপনিই >> বলি। তাতে তারা মনে হয় আমার বড়ও হয়ে যান না বা আমিও ছোট হয়ে যাইনা। মেকী >> >> নৈকট্য আমার মধ্যে নেই। >> >> >> > >> > বারবার আমাকে "মিঃ রিং" বলে সম্বোধন করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? >> > >> কি প্রমাণ করতে হবে? যিনি কাউকে সম্মান করতে জানেন বলে মনে হয়না তাকে মি. >> রিং >> >> সম্বোধন করলেও অসম্মান ঘটে নাকি? >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> ubuntu-bd@lists.ubuntu.com >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> > > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd