@শাবাব ভাই: দায় অস্বীকার করার চেয়ে আমি যখন প্রশ্নগুলো তুলেছিলাম তখন থেকে সচেতন হলে অনেকগুলো ভুল এড়ানো সম্ভব হতো। হতে পারে আমি কেবলই ভার্চুয়াল ভাবে সাহায্য করেছি এবং দু'একটা মন্তব্য করেছি। সরাসরি ডিভিডি বার্ন করা বা প্রিন্ট করা ইত্যাদিতে সংশ্লিষ্ট ছিলাম না। কিংবা ব্যানার প্রিন্টিংয়েও।
কিন্তু কথা দু'একটা বললে সাধারণত ভেবে চিন্তে বলাই আমার অভ্যাস। আমি প্রশ্ন তোলার পর মি. রিং ওরফে সাজেদুর রহিম জোয়ার্দার আমার প্রশ্নকে FUNNY TALKS এবং নেটিকেট এর চরম অবহেলা করে ক্যাপসলকে লিখে উত্তর দেন। আমাকে শাটলওয়ার্থের বাণী শেখার পরামর্শ পর্যন্ত। মি. রিং অনেক কষ্ট করেছেন কোনো সন্দেহ নেই। কিন্তু তার স্বেচ্ছাচারি একক সিদ্ধান্তে উবুন্তু বা মিন্ট ডিভিডিগুলো যারা পেয়েছেন তাদের প্রত্যকেরই নানান সমস্যা পেতে হবে। আমি রীতিমত লজ্জাবোধ করছি তাদের দুর্ভোগ এবং বিড়ম্বনার কথা ভেবে। এই ক্ষতিটি অপূরণীয়। মি. রিংকে রিং বলেই যদি ডাকতে হবে তাহলে তার প্রতি মেইলে কেন পুরো নামটি থাকে? আমি আমার পুরোনাম ব্যবহার করিনা তাই আমার পুরো নাম কেউ জানেনা। রিং সাহেবের অবদানকে কোনোভাবেই আমি খাটো করে দেখতে চাইনা। কিন্তু যিনি নিজের প্রচারটা লক্ষ্যণীয়ভাবেই(ব্যাখ্যা দিচ্ছিনা কারণ কারো অগোচর হয়েছে বলে আমার ধারণা নয়) করেছেন তারপর আমি তার কর্মকাণ্ড পুরো নিস্বার্থ বলতে পারিনা। আরো একটি বিরক্তিকর ব্যাপার রিং সাহেব করে চলেছেন সেটি হলো সবাইকেই 'তুমি' সম্বোধন। নতুন পরিচিত কাউকে 'তুমি' সম্বোধন করা যায় এটি আমার অভিধানে নেই। আমি তাকে সংশোধন করে জানানোর পরও তিনি আমাকে বা গৌতম রায়কে 'তুমি' করেই সম্বোধন করেন। উল্লেখ্য মি. রিং বয়সে আমার চাইতে ছোটই হবেন। অন্যরা হয়তো তার চাইতে ছোট হওয়াতে কিছু মনে করেন না। তবে, আমি রিং সাহেবের চাকুরি করিনা বা তার সেক্রেটারিও নই। এই মাত্র রণদীপমদা মেসেজ করেছেন ফেসবুকে: Ranadipam Basu জুলাই 26, 11:58অপরাহ্নে ধন্যবাদ লেনিন ভাই। গৌতমের অনুরোধে গত শনিবার ডিভিডিটা নিযে় আজিজে গেলাম। কিন্তু সে তার ল্যাপিতে কিছুতেই চালাতে পারেনি। সে এমনিতেই উবুন্টু ইউজার। এবার মিন্ট ইসাডোরা চেখে দেখতে চেযে়ছিলো। আমি এটা আড্ডা থেকে এনেছিলাম আরেকজনের জন্য। কিন্তু এখন তাঁর উইন্ডোজে কিভাবে চলবে ? আমাকে আরেকজন মেসেজ করেছিলেন তার মিন্টের ডিভিডিটি ব্লাঙ্ক গিয়েছে। এরকম আগেও হয়েছে, বা হতে পারে। কিন্তু ইনস্টল করার জন্য ডিভিডি কিনতে এসে খেলনা কিনে নিয়ে যাবে সেটা তো মানতে পারিনা। আর তার সহজ কোনো ক্ষতিপূরণও নেই। আরো যুক্তিহীন হলো পরবর্তী অনুষ্ঠানে বিতরণের জন্য তহবিল সংগ্রহের ব্যাপার। আমি জানি শাহরিয়ারের টি-শার্টে প্রায় কোনো প্রকার লাভ না রেখেই বিক্রি হয়েছে। পূর্বে এগুলো ১৫০/১৬০টাকায় বিক্রি হলেও অনুষ্ঠানের দিন মাত্র ১২০ করে। আর একারণেই ডিভিডির দাম ঘোষণার সময়ই আমি আপত্তি জানাই। তাছাড়া সেটি পূর্ব আলোচিতও ছিলোনা। 2010/7/26 Shabab Mustafa <sha...@linux.org.bd> > আসলে ডিভিডি তৈরি এবং বার্ন করার ব্যাপারে আমার কোনই ভূমিকা নেই। প্রথমত > কাস্টম > ডিভিডি তৈরি করার প্ল্যানটা আমার মাথা থেকেই এসেছিল। এমন কি সিডি কভার হিসেবে > একটা ছোটখাট গাইড তৈরি করার বুদ্ধিটাও আমার। এইসব বুদ্ধি আমি সময়ে সময়ে > ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকজনের সাথে আলোচনাও করেছি, যার মধ্যে শাহরিয়ারও ছিল। > পরবর্তীতে রিং-দা এই আইডিয়াগুলো নিয়ে খুবই উৎসাহী হয়ে পড়েন এবং নিজের উদ্যোগী > হয়ে কাজ শুরু করে দেন। এরপরে এই প্রজেক্টে আমার আর কোন ভূমিকাই নেই। সময়ে সময়ে > রিং-দা কিছু পরামর্শ চেয়েছেন। আমিও যতখানি সম্ভব দেয়ার চেষ্টা করেছি। তিনি > কিছু > ভাল মনে করে রেখেছেন, যা ভাল মনে হয় নি রাখেন নি। এমন কি দুভার্গ্যজনক হলেও > সত্যি যে এই ডিভিডি দুটোর একটাও আমি এখনও হাতে পাইনি বা একটু চেষ্টা করে > দেখারও > সুযোগ মেলে নি। এমনকি সর্বশেষ গতকাল দেখা হবার সময় একটা মিন্টের একটা ডিভিডি > পেয়েছিলাম। কিন্তু পোড়া কপাল আমার, সেটাও চায়ের দোকানে জেড এম মেহেদি ভাইয়ের > সাথে হাতবদল হয়ে গেছে। > > ডিভিডির দামের ব্যাপারে আমার কাছে যখন পরামর্শ চাওয়া হয়েছিল আমি তখনই বলেছিলাম > যে দামটা বেশি হয়ে যাচ্ছে। রিং দা ১০০ টাকা রাখতে চাচ্ছিলেন। আমার প্রস্তাব > ছিল > দামের 'সর্বোচ্চ সীমা' হতে পারে ৫০ টাকা। (কারণ, সাথের চার রঙা যে > ইনফোলেট+সিডি > কভারটা তৈরি হয়েছে সেটার প্রতি পিসের দামই সম্ভবত ৭ টাকা করে পড়ে গেছিল)। > > যাইহোক, এত বড় মেইল লিখে এত কাহিনী বয়ান করার কারণটা হচ্ছে অনেকে > ব্যক্তিগতভাবে > মেইল, ফোন করে আমার কাছে সমস্যার সমাধান চাইছেন। কেউ কেউ সরাসরি ব্যাখ্যা দাবি > করছেন। এতে আমি যারপরনাই বিব্রতবোধ করছি। আমার এই ডিভিডি প্রজেক্টের সাথে > সংশ্লিষ্টতা খুবই কম। > > আশাকরি ব্যাপারটা বোঝাতে পেরেছি। > > --- > Shabab Mustafa > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd