Let this be the last email on this topic. 4 members ubsubscribed today, and the new subscribers who've joined us after the program on 23rd are getting a very bad impression about us. Please send all your frustrations and complaints to the team leaders off-the-list.
I'm temporarily making this list moderated, no further emails on this topic will pass through. 2010/7/27 Lenin <le...@phpxperts.net>: > এখানে এক ব্যক্তির স্তুূতি এটাই প্রমাণ করে যে গ্রুপের অস্তিত্ত্ব প্রশ্নের > সম্মুখীন। কারণ তা না হলে এভাবে সব সিনিয়র সদস্যের আত্মসমর্পণ কেনো? > > যিনি ভুল করেছেন তিনি ভুলকে ভুল না বলে লাইসেন্সের জটিলতার মতো খল-ছল চাতুরির > আশ্রয় নিচ্ছেন। আর সেগুলোকে সমর্থন দিয়ে অপরকে অপমানের হেতু কি শাহরিয়ার? > > একজনের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হবার ব্যাপারটি এমন যে, আমার গায়ে আঁচড়টা না > লাগুক। অন্যে যা করে করুক। > > গত নভেম্বরে অনুষ্ঠিত পার্টিটিতে আপনার অনুপস্থিতি ছাড়াও অন্যান্য সদস্যদের > অনেক অনুরোধ সত্ত্বেও নিষ্ক্রিয়তা ছিলো। এর আগে কখনো উবুন্তু রিলিজ পার্টি > ফাঁকা যায়নি তাই আমি স্ব-উদ্যোগেই অনুষ্ঠানটি আয়োজন করি, পার্টিটি কিন্তু > লেনিন আয়োজিত পার্টি ছিলোনা। উবুন্তু বিডি'র ব্যানারেই ছিলো। সহযোগিতায় > ছিলো আমার বিশ্ববিদ্যালেয়ের ছোট ভাইয়েরা। কোন প্রকার পয়সা খরচ করা হয়নি > তাতে। যাতায়াত ছাড়া। > > গ্রুপ থেকে এ পর্যন্ত কোনো সক্রিয় ওয়ার্কশপ আয়োজন কি হয়েছে? > > > সম্পূর্ণ ডিভিডিগুলো ব্লান্ডার করার পরও ঔদ্ধত্যসহকারে সেই একই ব্যক্তি পরের > অনুষ্ঠানগুলোতেও বিতরণের ইচ্ছা দম্ভভরে প্রকাশ কী প্রমাণ করে? > > এধরণের ব্লান্ডারের দায় কি একা ব্যক্তি রিংয়ের উপর বর্তায় নাকি পুরো গ্রুপের > উপর? লিনাক্সের প্রতি কি আগ্রহ থাকবে ক্ষতিগ্রস্ত লোকদের? > > ডিভিডিগুলো বদলাবদলি বাবদ মোট কতো খরচ পড়বে? > > লিফলেটগুলো প্রতি পিস আমি তো ১২/১৫টাকা দিয়ে কিনবোনা। তাহলে কেন দর্শকরা > কিনবে? > > কোনোকিছুই প্যাচানো হয়নি। বরং শোধরানোর জন্যই আত্মসমালোচনা করা হয়েছে। > > নেতৃত্বে থেকে নিরপেক্ষতার অভাব নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন জাগায়। > > 2010/7/27 Shahriar Tariq <shahr...@linux.org.bd> > >> *এটা টিম লিডার হিসেবে বলা কথা নয় ব্যক্তিগত মতামত* >> >> ভাই এখানে অনেক বড় বড় মহারতিরা তাদের জ্ঞানী মন্তব্য প্রদান করছেন তাদের আমি >> তাদের নিজেদের যোগ্যতার বিচারে সম্মান করি। কিন্তু যখন তাদের ব্যবহারে অন্য >> সদস্যের প্রতি নূন্যতম সম্মান প্রদর্শন পায় না তা খুবই পীড়াদায়ক। >> >> কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে ফিরিয়ে খারাপ ব্যবহার করতে হবে তা কি ঠিক? >> >> কমিউনিটি কোন একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতায় পরিচালিত হতে পারে না তা যেমন ঠিক >> তেমনই এটাও ঠিক অতি সন্নাসীতে গাজন নষ্ট। প্রতিটি কাজের দায়িত্বই নির্দিষ্ট >> কয়েকজন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হয়। সেটা যতোটা না সিনিয়িটির উপর তারচেয়ে বেশি >> যোগ্যতার উপর। কোন একজন নতুন সদস্য এসে নতুন কিছু করলে সিনিয়ররা গাইড করবেন >> ঠিকই, কিন্তু তাদের পরামর্শ গৃহীত হবে নাকি সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই >> নির্ধারণ করবে। >> >> ডিভিডির মূল্য কোনভাবেই অতিরিক্ত ধরা হয়নি। ওপেনসোর্স/লিনাক্স প্রজেক্ট মানেই >> নূন্যতম মূল্যের জিনিস নয়। এটা আমি আগেও বলেছি এখনও বলছি। ওখানে ডিভিডির যে >> মূল্য ধরা হয়েছে তা কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেই ধরা হয়েছে ইংরেজীতে যাকে >> আমরা value addition বলেই জানি। আমার ক্ষেত্র আর রিং ভাইয়ের ক্ষেত্র এক নয় এটা >> প্রত্যেককে বুঝতে হবে, ব্যবসায়িক স্বার্থে মুখ কিছুটা বন্ধ রাখতে হয় তবে এখানে >> এটুকু বলতে পারি ব্যবসায়িক কারনে বা পরিচিতির কারণে যেভাবেই হোক টিশার্টের >> প্রজেক্টে আমি বকেয়া রেখেই টিশার্ট সংগ্রহ করে প্রিন্ট করতে পেরেছি (যদিও টাকা >> ইভেন্টের রাতেই আমি পে করেছি)। যেখানে রিং ভাইকে নগদে সব কাজ করতে হয়েছে এক >> কথায় ১৮,৮০০ টাকা বের করে দেয়া মুখের কথা নয়। যখন এর আগে বিভিন্ন সময়ে >> অনুষ্ঠান >> আয়োজনে আমরা পাঁচ হাজার টাকার জন্যও বিভিন্ন সদস্যকে অনুদানের কথা বলেছিলাম >> তখন >> বিফল হতে হয়েছিলো, সে ঘটনা অতীত বলে এখানে আর টেনে আনছি না। >> >> যারা কমিউনিটিতে তাদের অবদানের জাহির করছে তাদের নিকট আমার প্রশ্ন তারা কি সব >> সময় সক্রিয় অবদান রেখেছেন? এখানে কেউ কেউ তাদের একটি বা দুইটি সফল অনুষ্ঠানের >> বরাই করছেন। কিন্তু সবার সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত উবুন্টু বাংলাদেশ অথবা >> বিএলইউএ-র ব্যানারে ৫-৬টি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেগুলো সবগুলোই যে সফল তা >> যেমন নয় সবগুলো যে ব্যার্থ তাও নয়। সেসব অনুষ্ঠানে করা ভুলগুলো থেকে আমরা >> ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোকে কিছুটা হলেও উন্নত করেছি। >> আশা করি পরবর্তীতে যেসব অনুষ্ঠান আয়োজন হবে সেগুলো আরও সুসংগঠিত হবে। ভুল >> ভ্রান্তি আমাদেরও হয়েছে সেখান থেকে আমরা শিখেছিও, কিন্তু সেটা নিয়ে যদি কাঁদা >> ছোড়াছুড়ি শুরু হয় তবে তা খুবই লজ্জার বিষয় পুরো কমিউনিটির জন্যই। >> >> কাস্টোমাইজড ডিভিডি তৈরির প্রজেক্ট তিন বছরেরও বেশি পুরাতন, কই আমাদের মাঝে >> যেসব মহারথী কোডার আছেন তারা তো কখনও এগিয়ে এসে তা তৈরি করেননি। কখনও সীমিত >> আকারেও প্রচেষ্টা চালাননি তাদের মূল্যবান সময় থেকে একটু অবসর সময় বের করে >> নিয়ে। >> আলোচনার টেবিলে অনেক বড় বড় বিষয় নিয়েই তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কাজের সময় >> ফলাফল লবডঙ্গাই ছিলো। এজন্যই হয়তো এবার সবার মতামত নিয়ে কাজকে না পিছিয়ে একক >> দায়িত্বেই ছেড়ে দেয়া হয়েছিলো প্রজেক্টটি। হয়তো তিনি সবকিছু ফাইন্যাল করার আগে >> আর কারও পরামর্শ নিতে পারতেন সেটা পরের কথা। >> >> ইভেন্টের দুইদিন আগে করা ইভেন্ট মিটিং এ এসব আলোচনা করে পরিবর্তন করার সুযোগ >> খুবই কম কারণ ততোদিনে সবকিছুই ফাইন্যালাইজড হয়ে গেছে, নতুন করে পুনরায় সবকিছু >> কেঁচে গন্ডুল করা কঠিন। সময়ের স্বল্পতার জন্য হোক আর যে কারণেই হোক রিগোরাস >> টেস্টিং সম্ভব হয়নি, মেম্বাররাও পরখ করতে পারেননি। টেকনিক্যাল কারণে উবুন্টু >> ডিভিডি ইনস্টলেবল করা সম্ভব হয়নি এটা রিং ভাই বলেছেন সেটা পুরোপুরি টেকনিক্যাল >> নাকি পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা সেটা পরের কথা। রিং ভাই একটা ভুল করেছেন, সেটা >> পরবর্তীতে শোধরানো হবে সে বিষয়ে রিং ভাইসহ অনেকেই একমত হয়েছেন, সেটাকে এভাবে >> প্যাঁচানোর কি আছে? >> >> সত্যি বলতে কি আমরা যতোটা না সাহায্য করতে পারদর্শী তারচেয়ে বেশি আগ্রহী >> অন্যের >> সমালোচনা করতে। >> >> >> ======================== >> >> টিম লিডার হিসেবে এইটুকুই বলতে পারি যে আপনাদের কোন বিষয় ভালো না লাগলে সেটা >> সিনিয়র মেম্বারদের জানান। লিস্টে বা প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলুন। >> >> -- >> Thanking you >> Shahriar Tariq >> >> Founding Member, Amigos Clothing >> http://amigosclothing.com >> >> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd >> http://forum.linux.org.bd >> >> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh >> http://www.ubuntu.linux.org.bd >> >> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and >> মুক্ত.অর্গ http://mukto.org >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> ubuntu-bd@lists.ubuntu.com >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd >> > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- TranceHost.com - Reliable & Affordable Web Hosting Linux Powered | cPanel Accelerated | 99.9% Uptime | 24/7 Support -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd