2010/7/26 Lenin <doctortomor...@gmail.com> > 2010/7/26 saeed ahmed <saeed....@gmail.com> > > > আমরা সবাই বুঝলাম যে একটা ঘাপলা হয়ে গেছে। যাইহোক ভুলটা আসলে আমাদেরই, আমরা > > > > > > ডিভিডি নিয়ে গ্রুপে আলোচনা করলে, অর্গানাইজারদের জন্য ভালো হত, আমাদের > চাহিদটা > > তারা বুঝতে পারতেন। > > > > আলোচনা আসলে হয়েছে। আমাদের প্রাক-অনুষ্ঠান মিটিংয়ে আমি বিষয়গুলো > তুলেছিলাম। > কিন্তু অন্য সকলে অ-গুরুত্বপূর্ণ ভাবাতে যা হবার তাই হলো। > আমি প্রশ্ন তুলে ছিলাম: > ১. লাইভ সিডি অপশন থাকছে কিনা? > ২. কি কি সফটওয়্যার থাকছে, সেই সাথে ক'দিন আগে আবীর সাদিক ভাইয়ের উদ্যোগে > একটি > কাস্টোমাইজড ডিস্ট্রো করার ক্ষেত্রে সবাই মতামত দিয়েছিলেন, সুতরাং সেই > ডিস্ট্রোটি মোটামুটি সার্বজনীন হতো। সাথে বাংলাদেশের ডেভেলপারদের > প্রয়োজনীয় > টুলগুলিও দেয়া যেত। > ৩. লাইভ সিডিতে কোন কোন সফটওয়্যার ইনস্টল করা থাকছে। যেমন, অতি গুরুত্বপূর্ণ > wvdial প্যাকেজটি ডিপেন্ডেন্সি সহ থাকছে কিনা। > > > > > এখন আমার একটু সাহাজ্য প্রয়োজন। আমার UBUNTU এবং MINT দুটোরই FULL repo এবং > > প্রয়োজনীয় codec সহ DVD দরকার। ঢাকার বাহিরে এগুলোর repo এবং codec সহজলভ্য > > না। > > ভাল ইন্টারনেট সুবিধা না থাকার কারনে অনেকে ডাউনলোডও করতে পারে না। আমি আমার > > শহরে এগুলো ডিস্ট্রবিউট করতে চাই। > > > > খুবই ভালো চিন্তা। অনেকের হাতেই রিপো ডাউনলোড করা থাকার কথা তারা দয়া করে > সাড়া দিন। > > > > > আর আমার ছোট্ট একটা অনুরোধ ubuntu-bd এর কাছে, এ ধরনের আয়োজন গুলো কি > > কোনোভাবেই > > ঢাকার বাহিরে করার চিন্তা করা যায় না???... > > > অবশ্যই ঢাকার বাইরে করা যায়। এবং আমরাও খুশি হবো। আমাদের সভাগুলোতেও > এব্যাপারে আলোচনা হয়েছে। আমরা হয়তো নিজেরা নিজেদের যাতায়াত সানন্দেই বহন > করবো। এবং হয়তো যেদিনের আয়োজন সেদিন গিয়ে ফেরৎ আসবো। কিন্তু আপনাদের > বিভিন্ন অঞ্চলে বিশেষ করে: সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা(এই কয়টি স্থান > থেকে প্রচুর সাড়া দেখা গেছে) অঞ্চলের স্থানীয় পৃষ্ঠপোষকতা এবং স্পন্সর জরুরি। > অন্তত এক-দেড়শো উৎসাহীদের সমাগমযোগ্য জায়গা এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি যেমন: > অসুবিধা হবে না। হাজার উৎসাহীদের সমাগমযোগ্য জায়গা রয়েছে এবং তার জন্য টাকা খরচ হবে না।
> বিদ্যুৎ, প্রজেক্টর, স্ক্রীন এগুলো অন্তত যোগাড় করতে হবে। > এগুলো উপরোক্ত সবগুলো শহরেই আছে। অন্তত আমাদের রাজশাহীতে তো আছেই। আর বিদ্যুৎ এর সমস্যা ঢাকার মত না। > -- > > আমরা অপেক্ষায় থাকলাম...... saeed ahmed http://saeed.wordpress.com -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd