ইন্সটলেবল হল না কেন তা তো আমার মাথায় ঢুকছে না। এটা রিমাস্টারসিস দিয়ে বানানো, সমস্যা হওয়ার কথা না। কেন হল তা তো বুঝতে পারছি না। আমি নিজেই যখন কারো পিসিতে উবুন্টু ইন্সটল করি, আমার নিজের বানানো কাস্টম iso দিয়েই ইন্সটল করে দেই, ফলে কিছুই ডাউনলোড করতে হয় না। আমারটা রিমাস্টারসিস দিয়েই বানানো। যাইহোক কোথাও মনে হয় ঘাপলা হয়ে গেছে। -------------------------------------------- Best regards Tareq Hasan My Blog (http://tareq.weDevs.com) Follow me: (http://twitter.com/tareq_cse) উবুন্টুর মুশকিল আসান, আপনিও অবদান রাখুন <http://ubuntubd.wordpress.com/>
2010/7/26 saeed ahmed <saeed....@gmail.com> > আমরা সবাই বুঝলাম যে একটা ঘাপলা হয়ে গেছে। যাইহোক ভুলটা আসলে আমাদেরই, আমরা > ডিভিডি নিয়ে গ্রুপে আলোচনা করলে, অর্গানাইজারদের জন্য ভালো হত, আমাদের চাহিদটা > তারা বুঝতে পারতেন। > > এখন আমার একটু সাহাজ্য প্রয়োজন। আমার UBUNTU এবং MINT দুটোরই FULL repo এবং > প্রয়োজনীয় codec সহ DVD দরকার। ঢাকার বাহিরে এগুলোর repo এবং codec সহজলভ্য > না। > ভাল ইন্টারনেট সুবিধা না থাকার কারনে অনেকে ডাউনলোডও করতে পারে না। আমি আমার > শহরে এগুলো ডিস্ট্রবিউট করতে চাই। > > আর আমার ছোট্ট একটা অনুরোধ ubuntu-bd এর কাছে, এ ধরনের আয়োজন গুলো কি > কোনোভাবেই > ঢাকার বাহিরে করার চিন্তা করা যায় না???... > > saeed ahmed > http://saeed05.wordpress.com > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd