আচ্ছা আমি একটা প্রস্তাব করতে চাই! আমার মেইলিং লিস্টে যেকোন উত্তর এলেই স্বয়ংক্রিয়ভাবে মেইলে আসছে। এইটা ভাল
কিন্তু আমার কথা হল আমরা এই মেইলিং লিস্ট মাধ্যমে অর্থাৎ ইমেইলের মাধ্যমে কেন যোগাযোগ করব??? একটা ভাল মাধ্যম কি তৈরী করা যায় না? যেকোন সাইট বানানো যায় না? উবুন্টু-বিডি কিংবা লিনাক্সমিন্ট বিডি না কিন্তু তাই বলে। উবুন্টু-বিডি এবং লিনাক্সমিন্ট বিডি থাকবে ওখানেই! আরেকটা নতুন সাইট হবে যেখানে লিনাক্সমিন্ট+উবুন্টুর সকল লেটেস্ট সংবাদ প্রকাশিত হবে। (উবুংবাদ দ্রষ্টব্য...কিন্তু ওয়ার্ডপ্রেস.কমে করা হবে না) একই সাথে ওখানে সকল অফিসিয়াল নিউজও যাবে। (এই মেইলিং মাধ্যমটা ভাল লাগছে না। :( ) (লেনিন ভাই, রিং ভাই, শাবাব ভাই ওখানে তা নোটিশ করে জানাবেন) মেইল সাবস্ক্রিশনও করা যাবে। ফিডবার্ন ারের সাহায্যে। সাইটটা হবে ওয়ার্ডপ্রেসে! যেন সবাই মন্তব্য করতে পারে। আর অথর হিসেবে সকল বন্টু-মিন্টু ইউজাররা যুক্ত হবেন। আশা করছি ব্যাপারটা বিবেচনা করবেন... 2010/7/25 Shabab Mustafa <shabab.must...@gmail.com> > 2010/7/25 সাজেদুর রহিম জোয়ারদার <tosha...@gmail.com> > > > বুন্টু আর মিন্টু ভাইয়েরা > > > > এইখানেও ভুল, গ্যালারির নামও ভুল। এইটা 'বন্টু' বা 'Bontu', 'বুন্টু' বা > 'Buntu' নয়। > > > --- > Shabab Mustafa > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > ubuntu-bd@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- ধন্যবাদ সাইফ দি বস ৭ (সাইফ হাসান) http://www.saiftheboss.co.cc -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd