ভাইয়েরা আমার (বোনেরাও) চাচ্ছিলাম একটু শান্তিমতো ঘুমাতে । কিন্তু কিসের কি শরীর বলছে ঘুমানো দরকার, আর মগজ বলছে যোগাযোগ বজায় রাখতে। তাই আবার চলে আসলাম আপনাদের মাঝে। যতক্ষন পারবো থাকবো। আগামী কাল দুপুরের মধ্যেই সব ফাইনাল করে ফেলবো, ইনশাল্লাহ। যদিও ওই টেকিপাতা গুলো বুধবারে প্লেট হয় তবুও আমি চেষ্টা করবো কাল এবং পরশুর মধ্যে সবার সাথে সরাসরি দেখা করে কাজটা সম্পন্ন করতে।
দোয়া রেখেন সবাই। রিং +01671411437 -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd