বুন্টু আর মিন্টু ভাইয়েরা আমার চালানে যা ছিলো দেবার মতো সব দিয়ে দিলাম। কাল পরশু ম্যাক ভাই আর রাসেল জন ভাই যদি কিছু ধার-কর্জ্য দেন তো আরো কিছু ছবি দিতে পারবো আশা করি। আপাতত এগুলো দেখেই আর মার্ক করেই দুএকটা দিন কাটিয়ে দিন। আশা করি আপনাদের কে খুশি করতে না পারলেও নিরাশ করিনি। নিচের লিংকে ক্লিক করে দেখতে থাকুন ছবি গুলো।
buntu-mintur adda <http://picasaweb.google.com/toshazed/BuntuMinturAdda> Friday July 23, 2010 @ Dhaka University @ R C Majumder Auditorium from 15:30 to 20:05 with in total of 330 participants. আজ বিকেলে প্রথম আলো আর যায়যায়দিন এর সাথে কথা পাকা করলাম আর হার্ডকপি এবং সফট কপিতে ওদেরকে আমাদের বুন্টু-মিন্টুর আড্ডার বিস্তারিত দিয়ে আসলাম ছবি সহ। ওরা কতটুকু কি করতে পারবে কালকে নাগাদ জানা যাবে। দোয়া রেখেন সবাই, যেনো ভালোয় ভালোয় ছাপানোর জন্য রাজি হয়ে যায় ওদের বিভাগীয় সম্পাদক। [অবশ্য খুঁটি পাইলিং কইরাই গাড়ছিলাম, কাইলকাই বোঝন যাইবো আদতে তা কতটুকু শক্তিশালী হইছে] ধন্যবাদ সবাইকে রিং +8801671411437 -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org ubuntu-bd@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd